এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিধায়ক যখন মানুষরূপী ঈশ্বর! ডাক্তার নেই অসহায় তরুণীকে প্রসব যন্ত্রনা থেকে মুক্তি জননেতার!

বিধায়ক যখন মানুষরূপী ঈশ্বর! ডাক্তার নেই অসহায় তরুণীকে প্রসব যন্ত্রনা থেকে মুক্তি জননেতার!


কথায় বলে, মানুষের মধ্যেই ভগবানের বাস। আর তাই ভগবান কোনো কোনো বিপদের মুহূর্তে মানুষের রূপ ধরেই সাহায্যের জন্য পৌঁছে যান আর্তের পাশে। ঠিক তখনই সবার চোখে স্পষ্ট হয়ে ওঠে মানবরূপী ঈশ্বরের কর্ম। এরকমই এক মানবরূপী ঈশ্বরের দেখা মিলল মিজোরামে। বেশ কিছুদিন যাবৎ মিজোরামের চম্পাই জেলা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় বিধায়ক এক আসন্নপ্রসবাকে সন্তান জন্ম দিতে সাহায্য করলেন।

আর এই ঘটনা সামনে আসতেই ধন্য ধন্য পড়েছে বিধায়কের নামে। গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে মিজোরামের চম্পাই জেলায়। যার ফলে জেলার বিভিন্ন এলাকা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার উত্তর চম্পাই বিধানসভা কেন্দ্রের ক্ষয়ক্ষতির পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক জেড আর থিয়ামসাঙ্গা। সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে এলাকার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানার চেষ্টা করছিলেন যখন, তখনই তিনি খবর পান স্থানীয় হাসপাতালে একজন প্রসূতি মহিলা রীতিমতন যন্ত্রণায় ছটফট করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ ওখানে কর্মরত চিকিৎসক সেই মুহূর্তে ছুটিতে রয়েছেন। তাই প্রসব করানো সম্ভব হচ্ছেনা। খবর পেয়ে তড়িঘড়ি বিধায়ক জেড আর থিয়ামসাঙ্গা স্থানীয় হাসপাতালে পৌঁছে যান। এরপর বিধায়ক নিজে ওই মহিলার সন্তান প্রসব করান। আর এই ঘটনার কথা সামনে আসতেই বিধায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্থানীয়রা। অন্যদিকে জানা গেছে, মা এবং সন্তান উভয়েই এই মুহূর্তে সুস্থ আছেন। হঠাত স্থানীয় বিধায়ক কেন এরকম ঝুঁকিপূর্ণ কাজ করলেন? শুধুই কি নাম পাবার আশায়?

জানা গেছে, জেড আর থিয়ামসাঙ্গা নিজে একজন ডাক্তার, একজন গাইনোলজিস্ট। তাই বিপদ দেখে নিজের ডাক্তারী সত্ত্বাকে সামনে রেখে এগিয়ে গেলেন তিনি। জেড আর থিয়ামসাঙ্গা 2018 র নির্বাচনে মিযো ন্যাশনাল ফ্রন্ট এর টিকিটে যেতেন এবং কংগ্রেসের এমএলএকে হারিয়ে বিধায়ক হন। এই মুহূর্তে তিনি মিজোরামের স্বাস্থ্য দপ্তরের ভাইস-চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। তবে বিধায়ক জেড আর থিয়ামসাঙ্গা তার এই কাজকে গুরুত্ব দিতে নারাজ। তিনি একজন ডাক্তার হিসেবে সাহায্য করেছেন সে কথা জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!