এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধায়করা কি এবার ভিক্ষা করবেন? বিধায়কদের ভাতা নিয়ে এবার বিরোধী নেতার ক্ষোভের মুখে সরকার!

বিধায়করা কি এবার ভিক্ষা করবেন? বিধায়কদের ভাতা নিয়ে এবার বিরোধী নেতার ক্ষোভের মুখে সরকার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিগত তিনমাস ধরে লকডাউন এর ফলে বিভিন্ন বেসরকারি দপ্তরের পাশাপাশি সরকারি দপ্তর গুলি তাদের কর্মচারীদের মাইনে দিতে পারছে না বলে অনেক আগেই অভিযোগ উঠেছিল। এবার অভিযোগের সুরে গলা মেলালেন খোদ বিধায়করা । তিন মাস ধরে আটকে রয়েছে তাদের ধরে আটকে রয়েছে তাদের ভাতা। স্বাভাবিকভাবেই অন্দরমহলে তৈরি হয়েছে ক্ষোভ। আর এব্যাপারে মুখ খুলেছেন কংগ্রেস পরিষদীয় দলের নেতা আব্দুল মান্নান।

সূত্র বলছে,করোনা ভাইরাসের জেরে বিধানসভা বন্ধ থাকার ফলে তিন মাস ধরে কোনও স্ট্যান্ডিং কমিটির বৈঠকও হচ্ছে না। আর সেইজন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিধায়কদের ভাতা।এই পরিস্থিতি নিয়ে যখন জানতে চাওয়া হয় হয় তখন আব্দুল মান্নান জানান, ‘এখানে বিধায়কদের টাকা অন্য রাজ্যের থেকে এমনিতেই কম। এখন এই টাকাও ৩ মাস ধরে আটকে রয়েছে। বিধায়করা কি এবার ভিক্ষা করবেন? বিধানসভার অধ্যক্ষ এই বিষয়ে নাকি দেখছেন, দেখা যাক কী হয়!’

আরো পড়ুন :- দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে শুভেন্দুর, মহাসচিবের সভা এড়িয়ে অন্য সভায় যোগ, বাড়ছে জল্পনা !

প্রসঙ্গত, বিধায়কদের বর্তমানে মূল বেতন হল ২১,৮০০ টাকা।আর স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যোগ দিলেই বিধায়কদের প্রতিদিন ২০০০ টাকা করে অতিরিক্ত ভাতা দেওয়া হয়। অর্থাৎ মাসে ৬০,০০০ টাকা ভাতা পান তাঁরা মিটিংয়ে উপস্থিত হতে পারলে। আগে বিধায়কদের দৈনন্দিন ভাতা ছিল ১,০০০ টাকা এবং ক্যাবিনেট মন্ত্রীদের ক্ষেত্রে ২,০০০ টাকা। বর্তমানে দৈনন্দিন ২,০০০ টাকা ভাতা মিলিয়ে তাঁরা পান মোট ৮১,৮০০ টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পরিষদীয় সমস্ত কাজকর্ম কাগজহীন প্রক্রিয়ায় আনার চেষ্টা শুরু হয়েছে বিধানসভাতে যার আনুষ্ঠানিক নাম ই বিধান প্রকল্প ।আর সেই হিসেবে পরিকাঠামো গুলোকে আরো উন্নত করার চেষ্টা করা হচ্ছে। যাতে ভবিষ্যতে বিধানসভা ভবন গুলিকে যথাযথভাবে ভিডিও বৈঠকে অন্তর্ভুক্ত করা যায় তারই প্রস্তুতি এখন চরমে । বলাবাহুল্য যে পরিকাঠামোগত দিক দিয়ে এক আমূল পরিবর্তন হতে চলেছে এই বিধানসভায়।

আরো পড়ুন :- তৃণমূলে রদবদল – পিকের দাওয়াইয়ে পদ পেতে চলেছেন স্বচ্ছ নেতারাই, কপাল পুড়তে পারে ‘সাহসীদের’?

এই নিয়ে জানতে চাওয়া হলে এক শীর্ষকর্তা মত ব্যক্ত করেন যে সামনের দিনে লোকসভার পাশাপাশি রাজ্যের বিধানসভার অধ্যক্ষ দের সাথে জাতীয় স্তরে বৈঠকের ক্ষেত্রে এই প্রযুক্তিকে ব্যবহার করা হবে এবং নবান্নে জেলা প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের সাথে যোগাযোগের ক্ষেত্রেও বিধানসভার উচ্চপদস্থ আধিকারিক বা অধ্যক্ষরা এই পরিকাঠামোর সাহায্য নিতে পারেন ।তাই বিধানসভার স্থায়ী কমিটির বৈঠকগুলো কে ভার্চুয়াল রূপ দেওয়ার সম্ভাবনার কথা ভাবা হচ্ছে এখন থেকেই, বলে জানা গিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!