এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিধায়ককে জল-যন্ত্রনার শিক্ষা, ভোটের মুখে ব্যাপক চাপে বিজেপি!

বিধায়ককে জল-যন্ত্রনার শিক্ষা, ভোটের মুখে ব্যাপক চাপে বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আগামী বছরেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। এখন থেকেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আবার যাতে উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করা যায়, তার জন্য সবরকম চেষ্টা চালাতে শুরু করেছে তারা। তবে বিভিন্ন সময়ে এই উত্তরপ্রদেশে বিজেপির অস্বস্তি বাড়তে দেখা যাচ্ছে। আর এবার জমা জল যন্ত্রণা নিয়ে বিজেপি বিধায়ককে হাতেনাতে শিক্ষা দিলেন স্থানীয় বাসিন্দারা।

যেখানে উত্তরপ্রদেশের নোংরা জমা জলের মধ্যে দিয়ে হাঁটতে দেখা গেল এক বিজেপি বিধায়ককে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা উত্তরপ্রদেশ জুড়ে। সাধারণ মানুষরা দীর্ঘদিন ধরেই এই যন্ত্রণা পোহাচ্ছেন। তাই স্থানীয় বিধায়ক যাতে তা এসে দেখে যান, তার জন্যই তাদের এই পদক্ষেপ বলে মনে করছেন একাংশ। স্বভাবতই সামনে ভোট। তার আগে এই ধরনের ঘটনা যে বিজেপিকে যথেষ্ট চাপে ফেলে দিল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপ্রদেশের হাপুড়ে গড়মুক্তেশ্বর এলাকার ঢোলপুর গ্রামে দীর্ঘদিন ধরেই জমা জলের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয় সাধারণ মানুষকে। বারবার এই নিয়ে সরকার এবং বিধায়কের দৃষ্টি আকর্ষণ করা হলেও, লাভের লাভ কিছু হয়নি। বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন বিজেপি বিধায়ক। কিন্তু জয়লাভ করার পর এখানকার বিজেপি বিধায়ক কমল সিং মালিক কাজের কাজ কিছুই করেননি। তাই এদিন সেই বিধায়ককে নিয়ে এসে জমা জলের মধ্যে দিয়ে হাঁটাতে দেখা যায় এলাকাবাসীদের। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল করে দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, যেভাবে এই বিজেপি বিধায়ক সাধারণ মানুষের এই ধরনের বিক্ষোভ এবং শিক্ষার মুখে পড়লেন, তাতে যথেষ্ট চাপে পড়ে গেল উত্তরপ্রদেশের বিজেপি সরকার। বিজেপির পক্ষ থেকে বারবার উত্তরপ্রদেশকে মডেল হিসেবে তুলে ধরে গর্ব করা হয়। কিন্তু সেই উত্তরপ্রদেশের বিজেপির বিধায়কের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ এবং তাকে জমা জলের যন্ত্রণায় শিক্ষা দেওয়ার জন্য যেভাবে রাস্তায় নামিয়ে সেই জমা জলের উপর দিয়ে হাঁটা হল, তাতে সামনের নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি যে যথেষ্ট চাপে পড়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

পাশাপাশি এই ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা যে গেরুয়া শিবিরের ওপর চাপ ক্রমশ বাড়তে শুরু করবে, সেই বিষয়েও নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, ড্যামেজ কন্ট্রোল করতে এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!