এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘বিধায়ক পদ ছাড়তে রাজি পার্থ’ ! দাবি পার্থ’র আইনজীবীর , জল্পনা তুঙ্গে !

‘বিধায়ক পদ ছাড়তে রাজি পার্থ’ ! দাবি পার্থ’র আইনজীবীর , জল্পনা তুঙ্গে !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  আজ দীর্ঘ টানটান উত্তেজনায় চলছিল ‘অপা’ ছুটির প্রসঙ্গ নিয়ে ।বিভিন্ন মহলের থেকে শুরু করে একাংশের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আজ পার্থ-অর্পিতার জামিন নাকি জেল হেফাজত ? অবশেষে আজ ব্যাঙ্কশাল কোর্টে দুজনকেই পেশ করা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন কিন্তু এদিন দীর্ঘক্ষণ শুনানী চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উঠে আসে প্রভাবশালী তথ্য । 

আর এই প্রভাবশালী তকমা খারিজে যুক্তি খাড়া করেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী কৃষ্ণচন্দ্র দাস তিনি দাবি করেন বর্তমানে তার মক্কলে প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে পড়েন না, কারন তার মক্কলে এখন আর মন্ত্রী নন তিনি দলের কোনো পদে নেই তিনি এখন শুধুই একজন বিধায়ক। আর সেই পদ থেকেও ইস্তফা দিতে রাজি। পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি।ঘুষ নেওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও তথ্য পায়নি। পার্থকে এই মামলায় ফাঁসানো হয়েছে।

স্বভাবত এই দিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ‘প্রভাবশালী’ তকমা মুছতে গিয়ে যে যুক্তি খাড়া করলেন তাতে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দলের মধ্যে যে একটি চির ধরেছে তা আজ তাঁর আইনজীবীর এই বক্তব্যের মধ্যে দিয়েই ফুটে উঠছে । তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে এই মামলায় গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের । 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!