এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিধায়ক পদের ইস্তফাপত্র গৃহীত হল রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিধায়ক পদের ইস্তফাপত্র গৃহীত হল রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ১৬ ই ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় গিয়ে তিনি তাঁর ইস্তফা পত্র পত্র জমা দিয়েছিলেন। কিন্তু সে সময় বিধানসভা উপস্থিত ছিলেন না বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এজন্য তিনি বিধানসভার সচিব অভিজিৎ সোমের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সেই সঙ্গে তাঁর ইস্তফাপত্র মেইল করে দিয়েছিলেন বিধানসভার স্পিকারকে।

তবে, পরবর্তীতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার ইস্তফাপত্র গ্রহণ করেন নি। তিনি জানিয়ে ছিলেন যে, শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র গ্রহণ করা যাবে না। কারণ বিধানসভার সচিবের ইস্তফাপত্র গ্রহণের কোন এক্তিয়ার নেই। বিধানসভার স্পিকার জানান যে, লেজিসলেটিভ অ্যাসেম্বলির নিয়ম মেনে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ কারণে আজ আবার বিধানসভায় গিয়ে তাঁর ইস্তফাপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। আবার বিধানসভার স্পিকার শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত ভাবে দেখা করতেও বলেছিলেন। বিধানসভা থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী জানালেন যে, সমস্ত নিয়ম মেনেই বিধানসভার স্পিকারকে ইস্তফাপত্র দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন যে, তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে।

এদিকে, আগামী ২৩ সে ডিসেম্বর কাঁথিতে সভা করতে চলেছেন সৌগত রায়, ফিরহাদ হাকিম প্রমুখরা। তার পাল্টা হিসেবে তার পরদিন অর্থাৎ আগামী ২৪ সে ডিসেম্বর কাঁথিতে পদযাত্রা করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!