এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধায়কদের ওপর চাপ বৃদ্ধি তৃণমূলের, দলীয় তহবিলে অর্থ দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত!

বিধায়কদের ওপর চাপ বৃদ্ধি তৃণমূলের, দলীয় তহবিলে অর্থ দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সদ্য তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস 213 টি আসন নিজেদের দখলে নিয়েছে তারা। এতদিন যারা তৃণমূলের ছিলেন, তাদের নিজেদের বেতন থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে দলীয় তহবিলে দিতে হত। কিন্তু এবার দলীয় তহবিলে অর্থ দেওয়ার ক্ষেত্রে বিধায়কদের উপর কিছুটা চাপ বাড়াল তৃনমূল কংগ্রেস। জানা গেছে, এবার হাজার টাকা নয়।

বরঞ্চ নিজেদের বিধায়ক বেতন থেকে দুই হাজার টাকা দলীয় তহবিলে জমা দিতে হবে তৃণমূলের বিধায়কদের। ইতিমধ্যেই শাসক দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত দলের সমস্ত বিধায়কদের জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর। অর্থাৎ দল এবং সংগঠনকে চাঙ্গা করতে দলীয় তহবিলে এখন যে দলের সমস্ত বিধায়কদের দুই হাজার টাকা করে দিতে হবে, তা একপ্রকার স্পষ্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, শপথ নেওয়ার পর এক জন বিধায়ক মাসে 21 হাজার 870 টাকা পান। এছাড়াও তাদের বিভিন্ন কমিটির দায়িত্বে থাকার কারণে আরও বেশকিছু অর্থ আসে। সব মিলিয়ে মাসে 80 থেকে 90 হাজার টাকার মতো রোজগার করেন প্রতিটি বিধায়ক। কিন্তু এতদিন দলের সংগঠন থেকে শুরু করে নানা বিষয়ে সাহায্য প্রদানের জন্য তৃণমূলের বিধায়কদের হাজার টাকা করে দলীয় তহবিলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মত করেই সকলে দলকে সাহায্য করতেন। কিন্তু এবার থেকে সেই টাকার পরিমাণ বাড়িয়ে দুই হাজার টাকা করা হল।

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের মুখ্য সচেতক তাপস রায় বলেন, “দলের জন্যই সকলের বিধায়ক হওয়া। তাই দল যখন চাঁদা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে, তখন পরিষদীয় দলের সদস্যরা দলের সেই সিদ্ধান্ত অবশ্যই মান্যতা দেবেন।” বিশেষজ্ঞদের একাংশ বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন প্রশান্ত কিশোর। সমালোচকদের দাবি, প্রশান্ত কিশোরকে এবং তার টিমকে নিয়ে আসতে তৃণমূলের পক্ষ থেকে প্রচুর টাকা খরচ করা হয়েছে। তাই সেই সমস্ত খরচ সামাল দিতেই এখন প্রতিটি বিধায়কের কাছ থেকে টাকার পরিমাণ বাড়িয়ে দুই হাজার করে দলীয় তহবিলে সাহায্য করার কথা বলা হয়েছে।

পাশাপাশি করোনা সহ একাধিক দুর্যোগের কারণে মানুষের পাশে থাকতে হচ্ছে দলকে। তাই দলের এই সমস্ত খরচ সামাল দেওয়ার জন্য প্রতি জনপ্রতিনিধিকে এক হাজার টাকা বেশি করে দলের তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বেশ কিছু বিধায়ক এখনও পর্যন্ত নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেননি। অনেকের আবার অ্যাকাউন্টে বেশ কিছু সমস্যা রয়েছে। তাই তারা সেই সমস্ত কিছু ঠিক হয়ে গেলেই বিধানসভার বেতন পাওয়ার পরেই দলের নির্দেশ মত তহবিলে তা জমা দেবেন বলে খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!