এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “বিধায়কের পাগলামির জন্য শেষ হয়ে যাচ্ছে তৃণমূল” দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক হেভিওয়েট!

 “বিধায়কের পাগলামির জন্য শেষ হয়ে যাচ্ছে তৃণমূল” দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। বিভিন্ন জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে জেলা এবং রাজ্য নেতৃত্বকে। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেও পরিস্থিতির পরিবর্তন ঘটেনি। আর এবার দলের অস্বস্তি বাড়িয়ে দলীয় বিধায়কের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের ব্লক সভাপতি। যাকে কেন্দ্র করে যথেষ্ট অস্বস্তি তৈরি হয়েছে ঘাসফুল শিবিরে।

সূত্রের খবর, এদিন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ফজলুর হক। যেখানে তিনি বলেন, “84 বছর বয়স হয়ে গিয়েছে। কিন্তু এখনও পাগলামি থামছে না। বিধায়কের পাগলামির জন্য এখানে তৃণমূলটা শেষ হয়ে যাচ্ছে। দলটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। আর তাতে সঙ্গ দিচ্ছেন দলের জেলা সভাপতি।”

বিশেষজ্ঞদের মতে, একেবারে দলীয় বিধায়ক এবং জেলা সভাপতির বিরুদ্ধে এই মন্তব্য করে ব্লক সভাপতি কার্যত আলোড়ন ফেলে দিলেন। এর ফলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। বিজেপির বিরুদ্ধে যখন লড়াই করার বার্তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, তখন তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় ঘাসফুল শিবিরের বিড়ম্বনা যে অনেকটাই বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!