এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধায়কের সামনেই তৃণমূলের মিছিলে ‘পাকিস্তান জিন্দাবাদের’ ভাইরাল ভিডিও! গ্রেপ্তার ২বিজেপি নেতা

বিধায়কের সামনেই তৃণমূলের মিছিলে ‘পাকিস্তান জিন্দাবাদের’ ভাইরাল ভিডিও! গ্রেপ্তার ২বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় শাসকদল তৃণমূলের একটি ভিডিও পাওয়া গেছিল। যে ভিডিওতে দেখা গিয়েছিল তৃণমূল দলের বেশ কিছু কর্মী ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, এই ভিডিওটির কোন সত্যতা নেই। শেষ পর্যন্ত এই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ গ্রেপ্তার করে ২ জন বিজেপি নেতাকে।

স্থানীয় সংবাদ সূত্রে খবর, গত বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কালনার ১০৮ নম্বর শিব মন্দির এলাকায় তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর নেতৃত্বে তৃণমূলের একটি মিছিল বেরিয়েছিল। এই মিছিলটি শেষ হয়ে যাবার পরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে। যেখানে দেখা যায় বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর সামনেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিচ্ছেন বেশকিছু তৃণমূল কর্মী। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় চতুর্দিকে।

তৃণমূলের বিরুদ্ধে এমনিতেই সরব বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বিজেপির। এই ভিডিওটি হাতে পাওয়ার পর বিজেপির পক্ষ থেকে বলা হয় যে, এই ভিডিওতেই পরিষ্কার রাজ্যের পরিস্থিতি, আইন শৃঙ্খলা কোথায় পৌঁছে গেছে। তবে শাসকদল তৃণমূল প্রথম থেকেই দাবি করে আসছিল, ভিডিওটির সত্যতা নিয়ে। বিধায়কের অভিযোগ, এই ভিডিওটি প্রচার করে শাসক দল তৃণমূলের নামে বদনাম করার ষড়যন্ত্র করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শেষ পর্যন্ত এই বিষয়ে পুলিশের দ্বরস্থ হলো তৃণমূল। বিষয়টি জানিয়ে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর ঘনিষ্ঠ তৃণমূল নেতা সোমনাথ পন্ডিত। তাঁর অভিযোগ অশান্তি সৃষ্টি করতে ও বিধায়ককে বদনাম করতে সোশ্যাল মিডিয়া ছড়ানো হয়েছে এই মিথ্যা ভিডিওটি।

তৃণমূল নেতা সোমনাথ পন্ডিতের এই অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্তে নামে পুলিশ। এই ঘটনার তদন্তে কালনা থানার পুলিশ শেষপর্যন্ত বীরভূমের বিজেপির আইটি সেলের প্রাক্তন ইনচার্জ কৃশাণু সিনহা ও পূর্ব বর্ধমানের দাঁইহাট নগর মণ্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি অরবিন্দ রায়কে গ্রেপ্তার করে। আজ শনিবার তাদের পেশ করা হয় কালনা আদালতে।

প্রসঙ্গত আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপির মধ্যে সংঘর্ষ, হাতাহাতির ঘটনা ক্রমশ বাড়ছে। দুই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে ক্রমশ বাড়ছে পরস্পরের প্রতি আক্রোশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!