এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিধায়কের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, মানভঞ্জন নাকি অন্য সমীকরণ!

বিধায়কের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, মানভঞ্জন নাকি অন্য সমীকরণ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন আগেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন মিহির গোস্বামী। দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করার কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। মাঝে তিনি যখন দলের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তখন তার ক্ষোভকে মেটাতে তার বাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ এবং বিনয় কৃষ্ণ বর্মনের মত নেতারা। কিন্তু তারপরেও মান ভাঙেনি। উল্টে দলের নেতাদের সঙ্গে দেখাই করেননি মিহির গোস্বামী।

যার পর সাংবাদিক বৈঠক করে দল ছাডার কথা জানিয়ে দেন তিনি। কিন্তু এবার সেই মিহির গোস্বামীর সঙ্গে একান্তে সাক্ষাৎ করলেন তৃনমূল নেতা তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। স্বভাবতই হঠাৎ করে বিদ্রোহী বিধায়কের বাড়িতে রবীবাবুর এই আগমন ঘিরে এখন ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। তাহলে কি মিহিরবাবুর মান ভাঙানোর জন্য রবিবাবু তার বাড়িতে উপস্থিত হলেন? তাহলে কি এর পেছনে তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশ হয়েছে! এখন তা নিয়ে ছড়িয়ে পড়েছে জল্পনা।

কেন এইভাবে মিহির গোস্বামীর বাড়িতে তিনি উপস্থিত হলেন? তাদের দুজনের মধ্যে কি আলোচনা হল? এদিন এই প্রসঙ্গে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বিজয়া সারতেই মিহির গোস্বামীর বাড়িতে এসেছিলাম। মিহিরদা পুরনো লোক। ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাই তিনি দলে থাকুন, সেটাই চাইব।” অর্থাৎ তিনি বিজয় করার পাশাপাশি তার সঙ্গে দলের যাতে দূরত্ব বেড়ে না যায়, তার জন্যই যে মধ্যস্থতা করেছিলেন, তা রবিবাবুর বক্তব্য থেকেই পরিষ্কার বলে মনে করা হচ্ছে। কিন্তু আদৌ কি সমস্যার সমাধান হবে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুদিন আগে মিহির গোস্বামী দলের নানা কর্মপদ্ধতি নিয়ে প্রকাশ্যে সরব হয়েছিলেন। তারপর দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন। এমনকি মাঝে তার সঙ্গে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সাক্ষাৎ হয়। আর এর পরেই ব্যাপক চাপে পড়ে তৃণমূল কংগ্রেস। অনেকেই দাবি করতে শুরু করেছিলেন, খুব তাড়াতাড়ি মিহির গোস্বামী ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন।

কিন্তু তার মাঝেই এবার তার দল বদল আটকাতে এবং তিনি যাতে তৃণমূল কংগ্রেসে থাকেন, তার জন্য রবীন্দ্রনাথ ঘোষ তার সঙ্গে সাক্ষাৎ করলেন বলে মনে করছেন একাংশ। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, মিহির গোস্বামীর সঙ্গে সাক্ষাতের পর তার মানভঞ্জন করতে কতটা সক্ষম হন রবীন্দ্রনাথবাবু, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!