এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিধি-নিষেধের আবহে লোকাল ট্রেন নিয়ে এবার বড়সড় ঘোষণা রাজ্যের, আশার আলো নিত্যযাত্রীদের

বিধি-নিষেধের আবহে লোকাল ট্রেন নিয়ে এবার বড়সড় ঘোষণা রাজ্যের, আশার আলো নিত্যযাত্রীদের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে তীব্রভাবে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমণ ৬০০০ এর গণ্ডি অতিক্রম করেছে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে রাজ্যের মোট ১৩ জন মানুষের। এদিকে কলকাতায় গত ২৪ ঘন্টায় ২৮০০ জন মানুষ করোনা আক্রান্ত হলেন। পরিস্থিতি সামাল দিতে গতকাল থেকে রাজ্যে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। যার মধ্যে বলা হয়েছিল ৫০% যাত্রী নিয়ে চালু থাকবে লোকাল ট্রেন পরিষেবা। তবে সন্ধ্যা সাতটার পর লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেয়া হবে। তবে, শেষ পর্যন্ত নিত্যযাত্রীদের দাবিতে পিছু হটল রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একদিনের মধ্যেই সিদ্ধান্তে বড়রকম বদল রাজ্য সরকারের। জানা গেছে, সন্ধ্যা সাতটা নয় রাত দশটা পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু থাকবে। রাতের শেষ ট্রেন সন্ধ্যা ৭ টার পরিবর্তে রাত ১০ টায় তার গন্তব্য স্থলের উদ্দেশ্যে রওনা দেবে। আর লোকাল ট্রেনে উঠতে গেলে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক ছাড়া ট্রেনে উঠলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

রাজ্য সরকারের এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস নিত্যযাত্রীদের। সন্ধ্যে সাতটার সময় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেয়ার ঘোষণা হতেই ক্ষুব্ধ হয়েছিলেন বহু মানুষ। লোকাল ট্রেন না থাকলে অফিস থেকে কিভাবে তারা বাড়ি ফিরবেন? তা নিয়েও অনেকে দুশ্চিন্তায় পড়েছিলেন। তবে, রাত দশটা পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু থাকায় এবার নিশ্চিন্ত হলেন
বহু মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!