এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিধি-নিষেধের কারণে কি বন্ধ হয়ে যাবে পৌরভোট? রাজ্যের বার্তা নিয়ে জল্পনা!

বিধি-নিষেধের কারণে কি বন্ধ হয়ে যাবে পৌরভোট? রাজ্যের বার্তা নিয়ে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের চারটি পৌরনিগমের ভোটের দিন ঘোষণা করে। আর সেই মতো করেই প্রস্তুতি নিতে শুরু করেছিল প্রতিটি রাজনৈতিক দল। সকলেই আশায় ছিলেন যে, ধীরে ধীরে এবার রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পৌরসভাগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু তার মাঝেই আজ রাজ্য সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাসের জন্য একাধিক বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। আর তারপর থেকেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি ফের বন্ধ হয়ে যেতে চলেছে রাজ্যের পৌরসভা নির্বাচন! তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশন নেবে বলে জানিয়ে দিল রাজ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব একাধিক ক্ষেত্রে বিধিনিষেধের কথা ঘোষণা করেন। আর তারপরেই সাংবাদিকদের তরফে পৌরসভা নির্বাচন নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে মুখ্যসচিব জানিয়ে দেন যে, এই ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। স্বাভাবিক ভাবেই নির্বাচন হবে কি হবে না, তা পরের ব্যাপার। কিন্তু এই ব্যাপারে যে রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নেবে না, তা পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন মুখ্যসচিব। অর্থাৎ সমস্ত বিষয়টি নির্বাচন কমিশনের ঘাড়েই ঠেলে দিলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!