এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নতুন বছরের শুরুতেই, চাপ সামলাতে নয়া পদক্ষপ নিলেন মুকুল রায়

নতুন বছরের শুরুতেই, চাপ সামলাতে নয়া পদক্ষপ নিলেন মুকুল রায়


ভর সন্ধ্যেবেলা দুষ্কৃতীদের গুলিতে নিহত হন নদীয়ার হাঁসখালির তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপরই তৃণমূলের পক্ষ থেকে খুনের ঘটনায় মুকুল রায়ের দিকে বারংবার অভিযোগের আঙুল তোলা হয়। মুকুল রায়ের নামে এফআইআর দায়ের করা হয়। এফআইআর-এ নাম থাকায় আগাম জামিনের আবেদন করেছিলেন মুকুল রায়। তবে মুকুল রায় এই খুনের অভিযোগকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছিলেন আগেই। জামিনের আবেদন করা মুকুল এবং জগন্নাথ পরবর্তীতে এই মামলা থেকে অব্যাহতি পান। কিন্তু পরবর্তীতে সেই মামলা আবারও রিওপেন হয় আর সেই নিয়ে এবার চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।

ইতিমধ্যে বিজেপি নেতা মুকুল রায় বিধায়ক সত্যজিৎ বিশ্বাস এর খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। সূত্রের খবর, আগামী 23 শে জানুয়ারি সত্যজিৎ বিশ্বাস খুনের মামলার শুনানির সম্ভাবনা আছে। প্রসঙ্গত, চলতি বছরের 9 ফেব্রুয়ারি নদিয়ার হাঁসখালির বিধায়ক সত্যজিৎ বিশ্বাস এলাকার একটি সরস্বতী পুজোর উদ্বোধন করতে যান এবং সেখানেই তাঁকে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্ত শুরু করলে খুনের ঘটনায় উঠে আসে দুটি হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। যথা – বিজেপি নেতা মুকুল রায় এবং নদীয়ার বিজেপির সাংগঠনিক সভাপতি জগন্নাথ সরকারের। দুজনের নামেই লোকাল থানায় এফ আই আরের মাধ্যমে অভিযোগ দায়ের করা হয়।

এরপরেই বিজেপি নেতা মুকুল রায় আগাম জামিনের আবেদন জানান কলকাতা হাইকোর্টে। কিন্তু সিআইডি তদন্ত চলাকালীন নদীয়ার রানাঘাটের  নিম্ন আদালতে সিআইডি চার্জশিট জমা দেয়। সেই চার্জশিটে বিজেপি নেতা মুকুল রায় ও বিজেপি স্থানীয় নেতা জগন্নাথ সরকারকে খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তালিকায় রাখা হয়েছে বলে জানা গেছে। রানাঘাট নিম্ন আদালতে সিআইডি আবারও তদন্তের আবেদন জানায়। কিন্তু নিম্ন আদালতে সেই আবেদন খারিজ হয় যায়। রানাঘাট জেলা আদালতে নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস এর স্ত্রী ঘটনার তদন্তের দাবি জানান। দাবি মেনে নিয়ে রানাঘাট জেলা আদালত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস এর খুনের ঘটনার মামলাটিকে রিওপেন করার নির্দেশ দেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে ইতিমধ্যে যে খবর পাওয়া গেছে তা হলো, হাঁসখালির তৃণমূল বিধায়ক খুনে বিজেপি নেতা মুকুল রায়ের গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে, আর তাই তিনি নতুন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। নিম্ন আদালত সিআইডির আবেদন খারিজ করে দেওয়া সত্ত্বেও কলকাতা হাইকোর্টে এর আগে বিজেপি নেতা মুকুল রায় যে আগাম জামিনের আবেদন করেছিলেন, সেই আবেদন প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ অনুযায়ী মুকুল রায় আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নেন। কিন্তু শেষে সিআইডিকে আবার পুনরায় তদন্তের নির্দেশ দেওয়ায় বিপদের আশঙ্কা জেগেছে মুকুল রায়ের মনে আর তাই তিনি নতুন করে আগাম জামিনের আবেদন জানালেন।

অন্যদিকে, সত্যজিৎ বিশ্বাস এর খুনের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মুকুল রায়। আগেই তিনি বারংবার বলেছেন, সত্যজিৎ বিশ্বাস এর খুনের নিরপেক্ষ তদন্ত হলেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এদিকে মুকুল রায় অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে তার নাম এই মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অন্যদিকে রাজ্য বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গের যেখানেই অন্তর্দ্বন্দ্ব হচ্ছে বা দুষ্কৃতীদের হাতে খুন হচ্ছে, সবকিছুতেই কোথাও দিলীপ ঘোষ, মুকুল রায়ের নাম দেওয়া হচ্ছে। এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। তবে উপ নির্বাচনের পর এবার বিজেপি শিবিরে নতুন অস্বস্তি এই ঘটনায়। এই অস্বস্তিকে কিভাবে বিজেপি কাটিয়ে ওঠে, তা দেখার জন্য মুখিয়ে আছে রাজনৈতিক মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!