এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিদ্রোহের ঘনঘটায় উত্তরবঙ্গ তৃণমূলের আকাশ ক্রমশ হচ্ছে কালো! কঠোরতম পদক্ষেপের পথে শাসকদল?

বিদ্রোহের ঘনঘটায় উত্তরবঙ্গ তৃণমূলের আকাশ ক্রমশ হচ্ছে কালো! কঠোরতম পদক্ষেপের পথে শাসকদল?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের ফলাফল ভালো হয়নি। একটি আসনও দখল করতে পারেনি শাসকদল। আর তারপরেই ক্রমশ সেই উত্তরবঙ্গে ঘুরে দাঁড়াতে নানা স্ট্যাটেজি নিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে সাম্প্রতিক কালে বিধানসভা নির্বাচনের যখন আর কয়েক মাস বাকি, তখন সেই উত্তরবঙ্গ নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে শাসকদলের। ইতিমধ্যেই কোচবিহারের হেভিওয়েট বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল কংগ্রেস ত্যাগ করে যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে।

আর এবার আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের জেলা কমিটির বৈঠকের একাধিক নেতা গরহাজির থাকায় শাসকদলের চিন্তা ক্রমশ বাড়তে শুরু করল। জানা গেছে, এদিন আলিপুরদুয়ার তৃণমূলের জেলা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়ৃ স্থানীয় রবীন্দ্রভবনে এই বৈঠকে আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর তথা জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি মোহন শর্মা সহ বেশ কয়েকজন সদস্য অনুপস্থিত ছিলেন।

যার জেরে বৈঠকেই প্রশ্ন উঠতে শুরু করে। আর এরপরই বাইরে বেরিয়ে এসে রীতিমতো ক্ষোভ উগরে দেয় জেলা তৃণমূলের সহ-সভাপতি নিরঞ্জন দাস। স্বাভাবিকভাবেই এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে যেমন প্রকাশ্যে নিয়ে এল, ঠিক তেমনই বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের অস্বস্তি যে এই ঘটনায় অনেকটাই বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, এদিন বাইরে বেরিয়ে এসে জেলার সহ-সভাপতি নিরঞ্জন দাস বলেন, “আমার অপরাধ, বৈঠকে মোহন শর্মা এবং আশিস দত্ত নেই কেন, সেই প্রশ্ন তুলেছিলেন। তখনই আমাকে কেউ কেউ অপমানজনক কথা বলতে থাকে এবং অঞ্চলের সাংগঠনিক বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়। জেলার বৈঠকে বুথ এবং অঞ্চলের কথা বলা যাবে না। আমার প্রশ্ন, কেন বলা যাবে না! এরপরেই আমি অপমানিত হয়ে বেরিয়ে আসি।”

জানা গেছে, এদিন দল বিরোধী কাজের জন্য এই নিরঞ্জন দাস এবং ফালাকাটা ব্লক সাধারণ সম্পাদক সঞ্জয় দাসকে শোকজ করা হয়েছে। যাকে কেন্দ্র করে আরও উত্তাল হয়ে উঠেছে জেলা তৃণমূলের অন্দরমহল। তাহলে কি শুধুমাত্র নেতৃত্বের দূর্বলতার কথা বলার কারণে এই নিরঞ্জনবাবু এবং সঞ্জয়বাবুর মত নেতাদের শোকজ করা হল!

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “ওরা মিথ্যা কথা বলেন। দলের কর্মসূচিতে আসেন না। এই সব দল বিরোধী কাজের জন্য তাদের শোকজ করা হয়েছে।” কিন্তু মোহন শর্মার মত হেভিওয়েট নেতা কেন জেলা কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত থাকলেন? এদিন এই প্রসঙ্গে মোহনবাবুকে ফোন করা হলে তিনি বলেন, “বিশেষ কাজে জেলার বাইরে আছি। তাই বৈঠকে যেতে পারিনি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বর্তমানে আলিপুরদুয়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্তকে নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে তার মান ভাঙানোর জন্য কেন কোনো পদক্ষেপ নিতে দেখা গেলোনা জেলা তৃণমূল নেতৃত্বকে? এদিনের বৈঠকে আশিস দত্তর অনুপস্থিত থাকার কারণ আরও বেশি করে ভাবাতে শুরু করেছে সকলকে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূলের প্রধান সমস্যার কারণ তাদের দলের গোষ্ঠী কোন্দল। যদি অচিরেই তৃণমূল কংগ্রেস এই সমস্যার সমাধান না করতে পারে, তাহলে ভবিষ্যতে তাদের চরম বিপদের সম্মুখীন হতে হতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসে ভাঙ্গন ধরতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।

আর এই পরিস্থিতিতে আলিপুরদুয়ার জেলার প্রথম জেলা কমিটির বৈঠকে যেভাবে দলের বিদ্রোহ প্রকাশ্যে চলে গেল, তাতে অস্বস্তি বাড়ছে জেলা নেতৃত্বের। বিধানসভা নির্বাচনের আগে যখন বিজেপির প্রভাব বাড়ছে, তখন তৃণমূল বিজেপির মোকাবিলা করার থেকে নিজেদের ঘর কিভাবে সামাল দেবে, সেটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শাসকদলের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কিভাবে জেলার ঐক্য অটুট রাখতে নেতৃত্ব গোটা পদক্ষেপ সামাল দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!