এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিদ্রোহের পরেই শুভেন্দুকে নিয়ে মন্তব্য ! মদনকে নিয়ে তুঙ্গে জল্পনা !

বিদ্রোহের পরেই শুভেন্দুকে নিয়ে মন্তব্য ! মদনকে নিয়ে তুঙ্গে জল্পনা !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসএসকেএমের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সম্প্রতি নিজের দল এবং রাজ্য সরকারের ঘুম উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। একের পর এক তার বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই মদন মিত্রের বিরুদ্ধে এসএসকেএম কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছে। আর এই পরিস্থিতিতে তাকে নিয়ে যখন চরম জল্পনা চলছে, ঠিক তখনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

প্রসঙ্গত, এদিন এসএসকেএম কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বিরুদ্ধে করা এফআইআর নিয়ে মদন মিত্রকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে আনেন এই তৃণমূল বিধায়ক। এদিন এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, “আগে শুভেন্দু অধিকারীকে ডাকুন। তারপর আমাদের উত্তর চাইবেন। আমরা তো মানুষের কাজ করতে গিয়ে কেস খেয়েছি। কিন্তু কোনো গুপ্ত জায়গায় হানা দিয়ে আমাদের পাওয়া যাবে না।” বিশেষজ্ঞরা বলছেন, দলের চোখে ভালো হতেই এসএসকেএম নিয়ে বিদ্রোহের পরেই এবার শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে আনলেন মদন মিত্র। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, তিনি দল অন্ত প্রাণ। কেননা এখন তৃণমূলের যে বা যারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সবথেকে বেশি সোচ্চার হবেন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে থাকবেন বলে দাবি করেন একাংশ।

আর এই পরিস্থিতিতে মদন মিত্র যখন এসএসকেএম নিয়ে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন, ঠিক তখনই দল তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছিল। আর সেদিক থেকে মদন মিত্র প্রতিক্রিয়া দিতে গিয়ে এবার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে রীতিমত দলের প্রতি তিনি যে অত্যন্ত অনুগত, তা বোঝানোর চেষ্টা করলেন তৃণমূল বিধায়ক বলেই মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!