এখন পড়ছেন
হোম > জাতীয় > বিদ্রোহ, প্রতিবাদ ভুলে গেরুয়া শিবিরে নাম লেখাতেই বড়সড় জোড়া উপহার হেভিওয়েট সংখ্যালঘু নেত্রীকে

বিদ্রোহ, প্রতিবাদ ভুলে গেরুয়া শিবিরে নাম লেখাতেই বড়সড় জোড়া উপহার হেভিওয়েট সংখ্যালঘু নেত্রীকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিকে একাধিকবার হিন্দুত্বের পোস্টার বয় বলে কটাক্ষ করেছে বিভিন্ন বিরোধী দলগুলি। কিন্তু বিজেপির পক্ষ থেকেই মুসলিম মহিলাদের সামাজিক সুরক্ষা দিতে দীর্ঘসময় ধরে জারি থাকা ‘তিন তালাক প্রথা’ কে চ্যালেঞ্জ জানিয়ে, তা রদ করার ব্যবস্থা করা হয়েছিল। এই প্রথা রদ করার ফলে বিজেপির প্রতি সন্তুষ্ট হয়েছিলেন বহু মুসলিম মহিলা। চলতি মাসের ১০ তারিখ বিজেপি দলভুক্ত হলেন তিন তালাকের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া প্রথম সংখ্যালঘু মহিলা শায়রা বানো। গতকাল যাঁকে প্রতিমন্ত্রীর পদ দেয়া হলো উত্তরাখণ্ড বিজেপি সরকারের পক্ষ থেকে।

গত ১০ ই অক্টবর বিজেপিতে যোগ দিয়ে শায়রা বানো জানিয়েছিলেন যে, বিজেপির বর্তমানের প্রগতিশীল ভাবধারার কারণেই দলের প্রতি তিনি আকৃষ্ট হয়ে বিজেপিতে যোগদান করেছেন। তিন তালাককে বেআইনি ঘোষণা করে মুসলিম মহিলাদের প্রতি যে দায়বদ্ধতা বিজেপি দেখিয়েছে, তাতে তিনি এই দলের প্রতি অত্যন্ত খুশি ও আস্থাশীল হয়েছেন। এর সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে নিয়ে উন্নয়ন যগ্গে শামিল হবার যে দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, তার ফলেও তিনি বিশেষভাবে উদ্বুদ্ধ হয়েছেন। আগামী দিনে তিনি বিজেপির হয়ে কাজ করতে চান বলে জানালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, শায়রা বানো বেশ কিছুদিন ধরেই বিজেপির প্রতি আকর্ষিত হচ্ছিলেন। বিজেপিতে যোগদানের পর তাঁকে খালি হাতে রাখে নি বিজেপি শিবির। বিজেপিতে যোগদানের পুরস্কার স্বরূপ তাকে দেয়া হল প্রতিমন্ত্রীর সম্মান। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের মিডিয়া কো-অর্ডিনেটর দর্শন সিং রাওয়াত গতকাল মঙ্গলবার জানালেন যে, গতকাল উত্তরাখন্ড সরকারের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে তিনজন মহিলাকে। যাদের মধ্যে একজন হলেন শায়রা বানো। অপর দুজন হলেন আলমোড়া জেলার রানিখেতের বাসিন্দা জ্যোতি শাহ, চামোলি জেলার বাসিন্দা পুষ্প পাসওয়ান।

এই তিনজন মহিলাকে গতকাল রাজ্যের প্রতিমন্ত্রী করা ছাড়াও মহিলা কমিশনের সহ-সভাপতি পদেও নিযুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে দর্শন সিং রাওয়াত আরও জানালেন যে , এই তিনটি পদই দীর্ঘ সময় ধরে খালি পড়েছিল। একারণে নবরাত্রির শুভলগ্নে এই তিন লড়াকু নেত্রীকে এই তিন পদের দায়িত্বভার তুলে দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। প্রসঙ্গত বিজেপির বিরুদ্ধে বিভিন্ন বিরোধীদল একাধিকবার হিন্দুত্বের রাজনীতির অভিযোগ এনেছে। এবার সংখ্যালঘু লড়াকু নেত্রীকে প্রতিমন্ত্রী পদে বসিয়ে তাদের প্রতি বিশেষ বার্তা দিলো উত্তরাখণ্ডের বিজেপি সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!