বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার তদন্ত করতে গঠন করা হলো বিশেষ তদন্তকারী দল কলকাতা রাজ্য May 17, 2019 গত মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড শোকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় কলকাতায়। বিদ্যাসাগর কলেজের সামনে এসেই বিজেপির রোড শো আসলে তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কালো পতাকা দেখাতে থাকেন। পাল্টা বিজেপির পক্ষ থেকেও জবাব দেওয়া হয়। একে অপরকে উদ্দেশ্য করে ইটপাটকেলও ছোড়া হয় বলে অভিযোগ। আর এই ঘটনার পরই বিদ্যাসাগর কলেজের ভেতরে থাকা ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রাচীন মূর্তি ভেঙ্গে দেওয়ার অভিযোগ ওঠে। যে ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের সুর চওড়া করতে থাকে তৃণমূল। কিন্তু যেখানে কলেজের সমস্ত কিছুর দায়িত্বে তৃণমূল, কলেজের চাবি যখন অন্য কারও হাতে, তখন বিজেপি সেখানে ঢুকবে কী করে তা দিয়ে পাল্টা প্রশ্ন তুলতে দেখা যায় গেরুয়া শিবিরকে। এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, “আসলে তৃনমূল নিজেরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙ্গে এখন বিজেপির নামে দোষ দিচ্ছে।” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - পাশাপাশি ঘটনার গোটা সিসিটিভি ভিডিও প্রকাশ্যে আনার কথা বলেন তিনি। কিন্তু কে বা কারা সত্যি এই ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গল! তা নিয়ে তদন্ত করবার জন্য লালবাজারের পক্ষ থেকে গঠন করা হলো ডিসি নর্থের তত্ত্বাবধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। জানা গেছে, ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে গোটা ঘটনার প্রায় পঞ্চাশটি ভিডিও ফুটেজ ছাড়াও 6 জনকে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে ঘটনা পরই আমহার্ট স্ট্রিট থানায় এবং জোড়াসাঁকো থানায় বিদ্যাসাগর কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজেপির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বলে জানা গেছে। তবে বিদ্যাসাগর কলেজে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় এখন তদন্তকমিটি গঠন হওয়ায় প্রকৃত সত্য উদ্ধার হয় কিনা সেদিকেই তাকিয়ে সকলে। আপনার মতামত জানান -