এখন পড়ছেন
হোম > জাতীয় > BIG BREAKING – বড়সড় স্বস্তির খবর ,১২ মে প্যাসেঞ্জার সার্ভিস শুরু করছে রেল, জেনে নিন বিস্তারিত

BIG BREAKING – বড়সড় স্বস্তির খবর ,১২ মে প্যাসেঞ্জার সার্ভিস শুরু করছে রেল, জেনে নিন বিস্তারিত

দেশ জুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। ১৭ মে সেই লকডাউন শেষ হওয়ার কথা। কিন্তু এই লকডাউন এর জেরে আটকে রয়েছেন অসংখ্য মানুষ ,বাড়ি ফিরতে মরিয়া তাঁরা , আর এর মধ্যেই বড়সড় স্বস্তির খবর দিয়ে রেল দপ্তর থেকে জানানো হয়েছে যে, আগামীকাল ১২ মে থেকে যাত্রীবাহী ট্রেন চালানো হবে।

আজ রবিবার নিজেই ট্যুইট করে একথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। জানা যাচ্ছে মঙ্গলবার অর্থাৎ ১২ মে থেকে নির্বাচিত কয়েকটি জোনে প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে । প্রথমে মোট ১৫ জোড়া ট্রেন চালানো হবে। অর্থাত্‍ রিটার্ন জার্নি নিয়ে মোট তিরিশটি ট্রেন চলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজধানী শহর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে যাবে এইসব যাত্রীবাহী ট্রেন। ১১ মে বিকেল ৪ টে থেকে শুরু হবে রেলের বুকিং। রবিবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ রেলমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, নয়াদিল্লি থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মুম্বই সেন্ট্রাল, আমদাবাদ এবং জম্মু তাওয়াই পর্যন্ত ট্রেন চালানো হবে শুরুতে।

তবে কোনও টিকিট কাউন্টার খোলা থাকবে না , একমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বুক করতে হবে। কোনও স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটও বিক্রি করা হবে না। যে সমস্ত যাত্রীর কাছে বৈধ টিকিট থাকবে, একমাত্র তাঁদেরই স্টেশন চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে।

রবিবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, শ্রমিকদের বাড়ি ফেরাতে প্রত্যেকদিন ৩০০ টি করে ট্রেন চালানো হবে। আগামী ৩-৪ দিনের মধ্যেই যাতে শ্রমিকেরা নিজেদের বাড়ি ফিরে যেতে পারে, তার জন্য রাজ্যগুলিকে সাহায্যের হাত বাড়ানোর কথাও বলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!