Big Breaking ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস নয়? চমকে দিয়ে একি বললেন মোহন ভাগবত! রাজনীতি রাজ্য January 14, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতবছর অর্থাৎ ২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দিরের পথ চলা শুরু হয়েছিল। আর যখন তার এক বছর পূর্তি হওয়ার কিছুদিন বাকি রয়েছে, ঠিক তার আগেই ভারতবর্ষের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট নয় বলে বিতর্কিত মন্তব্য করে বসলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কিন্তু হঠাৎ কেন এই কথা বলতে গেলেন তিনি? সূত্রের খবর, এদিন মধ্যপ্রদেশের ইন্দৌরে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদকের হাতে একটি পুরস্কার তুলে দেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। আরএসএস প্রধান বলেন, “অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠার দিনেই প্রকৃত স্বাধীনতা অর্জন করেছে ভারত। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালিত হলেও, সেটি প্রকৃত স্বাধীনতা দিবস নয়।” আর আরএসএস প্রধানের এই বক্তব্য নিয়েই এখন তৈরি হয়েছে বিতর্ক। অনেকে কটাক্ষ করে বলছেন, বিজেপি এবং আরএসএসের সব সময়কার লক্ষ্য, নিজেদের আমলে যা তৈরি হয়েছে, তাকেই স্বাধীনতার আখ্যা দেওয়া, নিজেদের তৈরি জিনিসকেই বড় করে দেখানো। এক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীদের কৃতিত্ব সমস্ত কিছুই তারা মুছে ফেলতে চায়। আরএসএস প্রধানের বক্তব্যের মধ্যে দিয়ে সেই বিষয়টি আরও একবার স্পষ্ট হয়ে গেল বলেই দাবি বিরোধী শিবিরের। আপনার মতামত জানান -