এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BIG BREAKING – ২১ সে জুলাই তৃণমূলের হলেও, ঘর ভর্তি করলো বিজেপি! বড়সড় যোগদান গেরুয়া শিবিরে !!

BIG BREAKING – ২১ সে জুলাই তৃণমূলের হলেও, ঘর ভর্তি করলো বিজেপি! বড়সড় যোগদান গেরুয়া শিবিরে !!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আজ ২১ সে জুলাই, তৃণমূলের শহীদ দিবস, যা নিয়ে প্রত্যেক বছর রাজ্য রাজনীতিতে শোরগোল পরে যায়। নজর থাকে শুধুমাত্র তৃণমূলের দিকে। কিন্তু করোনা পরিস্থিতিতে একের পর কে লকডাউন চলছে , তাছাড়া মুখে মাস্ক, সামাজিক দুরুত্ত্ববিধি বজায় রাখা, এমনকি ঘরে থাকা , বাইরে না বের হওয়ার আবেদন জানান হচ্ছে সমাজের সর্বস্তর থেকে।

যে কারণে মিটিং মিছিল বন্ধ রাজ্যে। কিন্তু ২১ সে জুলাই পালিত হয়েছে , আর তা হয়েছে ভার্চুয়াল সভার মাধ্যেমে। প্রতীক বছর তৃণমূলে কেউ না কেউ যোগদান করে। কিন্তু এবারে তৃনামওএলর তরফ থেকে নানা চমকের কথা বলা হলেও যোগ দেয়নি কেঊই।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে আজকে বিজেপি তৃণমূলকে এই বিষয়ে মাত দিয়েছে। আজ ২১ সে জুলাই এট্রিনামূল নিজের ঘরে কাউকে আনতে না পারলেও বিজেপি কিন্তু এদিন নিজেদের ঘর ভরেছে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন ২১ জুলাই উপলক্ষে ভারচুয়াল সভায় মন্তব্য রাখছেন, অন্যদিকে ময়দানের অতি পরিচিত মুখ মেহতাব হোসেন তখন গেরুয়া শিবিরে নাম লেখালেন। তিনি ইস্টবেঙ্গল, মোহনবাগানের অধিনায়ক ছিলেন। এদিন তিনি বিজেপিতে যোগ দিয়ে জানান যে, সাধারণ মানুষের জন্য কাজ করতে চান সে কারণেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

এদিকে ব্রা বার বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা সাম্প্রদায়িক আর সেখানে মেহেতাবের যোগদান নিয়ে প্রশ্ন উঠেছে। এই নিয়ে তিনি বলেন যে, ‘আমার মনে হয় না ধর্মের নামে বিজেপি রাজনীতি করে। তাহলে তো ওরা আমাদের দলে স্বাগতই জানাত না। আমার মতে বিজেপি ধর্মনিরপেক্ষ দল। তাই এই দলে যোগ দিতে পেরে ভালই লাগছে।’ এদিন তিনি দিলীপ ঘোষ ও জয় প্রকাশ মজুমদারের হাত থেকে বিজেপি অফিসে দলীয় পতাকা হাতে নেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!