এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, আবার আদালতে মুখ পুড়লো রাজ্য সরকারের

Big Breaking, আবার আদালতে মুখ পুড়লো রাজ্য সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলো রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দেয়া হলো আদালতের পক্ষ থেকে। সম্প্রতি ১৬ হাজার ৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ এনে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বেশ কিছু চাকরিপ্রার্থী। আজ এই মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

প্রাথমিক শিক্ষকের মেধাতালিকায় অসঙ্গতি, নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি, দুর্নীতি, অনিয়মের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বেশকিছু চাকরিপ্রার্থী। আজ আদালতে এই মামলার শুনানি ছিল। এই মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে স্থগিতাদেশ দেন আদালতের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এ বিষয়ে আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, রাজ্যজুড়ে ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই বিজ্ঞপ্তি জারি করার পরেই হাইকোর্টে মামলা করেছিলেন বেশ কিছু চাকরি প্রার্থী। তাঁদের অভিযোগ ছিল, নিয়োগ প্রক্রিয়ায় বিরাট দুর্নীতি ও গরমিল রয়েছে। এমনকি রাতারাতি মেসেজ পাঠিয়ে, ফোন করে নিয়োগ করা হয়েছে, বলে অভিযোগ উঠেছে। কিসের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে?লিখিত পরীক্ষায় কে কত নম্বর পেয়েছে? ইন্টারভিউতে কে কত নম্বার পেয়েছে?

সেই সমস্ত তথ্য গোপন করা হয়েছে, বলে তীব্র অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে এর মেধাতালিকার অসঙ্গতি বিষয়েও। অভিযোগ, এই মেধাতালিকা প্রকাশে কোনো রকম নিয়ম মানা হয়নি। সম্পূর্ণ দুর্নীতি ঘটেছে। নির্বাচনের পূর্বে প্রাথমিক শিক্ষক নিয়োগ করে একটা বড়সড় চমক দেবার চেষ্টা করেছিল রাজ্য সরকার, এমনটাই মতামত একাধিক বিশ্লেষকের। কিন্তু আদালতের এই স্থগিতাদেশ রাজ্য সরকারের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিলো বলে, মনে করছেন বিভিন্ন মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!