এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking, আবার ভাঙ্গন তৃণমূলে। দল ছাড়লেন হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী

Big Breaking, আবার ভাঙ্গন তৃণমূলে। দল ছাড়লেন হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের কিছুটা পূর্ব থেকেই বারবার ভাঙ্গনের পালা চলছে তৃণমূলে। দল ছাড়তে শুরু করেছেন একের পর এক নেতা, মন্ত্রী, বিধায়ক। এই পরিস্থিতিতে আজ তৃণমূল ছেড়ে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস। মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। পারিবারিক কারণে তিনি দল ছেড়ে দিয়েছেন বলে জানালেন উপেন বিশ্বাস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একসময় সিবিআইয়ের অতিরিক্ত ডিরেকটর পদে ছিলেন উপেন বিশ্বাস। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে পশুখাদ্য মামলায় জেলে পাঠিয়ে ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। ২০১১ সালের নির্বাচনে জয়লাভ করে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী হয়েছিলেন তিনি। তৃণমূল দলের সিবিআই বিষয়ক পরামর্শদাতার ভূমিকাতেও ছিলেন তিনি। তবে, আজ তিনি দলের সমস্ত কিছু থেকে অব্যাহতি নিয়েছেন।

জানা যাচ্ছে, পারিবারিক কারণে তিনি তৃণমূল দল ছেড়েছেন। তবে কিছুদিন আগে সিএএ ইস্যুতে দলের সঙ্গে তাঁর মতভেদ শুরু হয়। আজ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়ে দলের প্রাথমিক সদস্যপদ তিনি ছেড়ে দিয়েছেন। এরপর তৃণমূলের কোর কমিটি থেকেও অব্যাহতি নিয়েছেন তিনি। নির্বাচনের একেবারে শেষ লগ্নে হেভিওয়েট প্রাক্তন মন্ত্রীর দলত্যাগ যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!