এখন পড়ছেন
হোম > Uncategorized > আবার ভাঙ্গন বিজেপিতে, দল ছাড়লেন আরও এক বিধায়ক

আবার ভাঙ্গন বিজেপিতে, দল ছাড়লেন আরও এক বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপিতে চলছিল যোগদানের হিড়িক। একের পর এক তৃণমূলের নেতা-নেত্রী-কর্মী যোগদান করতে শুরু করেছিলেন বিজেপিতে। তবে, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে বিজেপিতে শুরু হয়েছে প্রবল ভাঙ্গন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বিধায়ক মুকুল রায়। এরপর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বিধায়ক তন্ময় ঘোষ ও বিশ্বজিৎ দাস। এরপর আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ, দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে এবার উত্তরবঙ্গেও ভাঙ্গন শুরু হলো বিজেপির। আজ তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে দলের পতাকা হাতে নিয়ে একেবারে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়। তাঁর তৃণমূলে যোগ দেবার পর রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, তৃণমূল থেকে যারা অন্য দলে চলে গিয়েছিলেন, তাঁদের কয়েকজনকে ইতিমধ্যেই তাঁরা দলে ফিরিয়ে এনেছেন। এবার বিজেপি বিধায়ক সৌমেন রায় তৃণমূলে যোগ দেবার জন্য আবেদন জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, উত্তরবঙ্গে কাজের জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে চান, তাই তাঁকে নেয়া হলো তৃণমূলে।

তৃণমূলে যোগ দেবার পর কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় জানালেন যে, মাঝে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে উত্তরবঙ্গের জন্য তিনি কাজ করতে চান। তিনি আরও জানিয়েছেন যে, তিনি ছাড়াও আরও বেশ কিছু বিজেপি বিধায়ক তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। এভাবে একের পর এক বিধায়কের তৃণমূলে যোগদান দলের অস্বস্তি চরমভাবে বাড়িয়ে দিয়েছে। দলের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ দেখা দিচ্ছে গেরুয়া শিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!