এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking, আবার বড়োসড়ো পদ হারালেন শিশির অধিকারী

Big Breaking, আবার বড়োসড়ো পদ হারালেন শিশির অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাপতির পদ হারিয়েছিলেন শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী। আজ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতির পদ থেকেও অপসারিত হলেন শিশির অধিকারী। তাঁর স্থলাভিষিক্ত হলেন সৌমেন মহাপাত্র। তবে, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে আছেন শিশির অধিকারী।

আজ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের নতুন সভাপতি করা হলো সৌমেন মহাপাত্রকে। জেলা সভাপতি রূপে মনোনীত হবার পর সৌমেন মহাপাত্র সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে, তিনি বর্ষিয়ান নেতা শিশির অধিকারীর সুস্থতা কামনা করছেন। শিশির বাবু হলেন একজন প্রণম্য নেতা। তাঁকেই প্রথম টেলিফোনে বিষয়টি তিনি জানাবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের কারনেই শাসকদলের কোপে পড়েছে অধিকারী পরিবার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ কারণেই কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত করা হয়েছিল সৌমেন্দু অধিকারীকে। এরপর দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাপতির পদ থেকেও সরানো হয়েছিল শিশির অধিকারীকে। এবার জেলা তৃণমূল সভাপতির পদও হারালেন তিনি। এ সম্পর্কে তৃণমূল বিধায়ক অখিল গিরি জানিয়েছেন যে, শিশির অধিকারী দলে সক্রিয় ছিলেন না, এ কারণে দলের সাংগঠনিক কাজ দুর্বল হয়ে পড়েছিল। এ কারণেই তাঁকে অপসারণ করা হয়েছে।

অন্যদিকে তৃণমূলের এই পদক্ষেপ সম্পর্কে শুভেন্দু অধিকারী জানালেন যে, তিনি চাইবেন তাঁর মাতা, পিতা সুস্থ থাকুন। তৃণমূল কোম্পানি চাকর খুঁজে থাকে। অন্য কাউকে পেয়ে যাবে। তিনি এই দল ছেড়ে দিয়েছেন, তাই এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। তিনি কোন দল করবেন? সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। সেটা তাঁর পিতা কখনোই নির্ধারণ করে দেন নি। অন্যদিকে, আজ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কোঅর্ডিনেটর আনন্দ অধিকারীকেও অপসারিত করা হলো। তিনিও শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!