এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking, আব্বাস সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করলেন আসাদউদ্দিন ওয়েইসি, বাড়ছে তীব্র জল্পনা

Big Breaking, আব্বাস সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করলেন আসাদউদ্দিন ওয়েইসি, বাড়ছে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত পাঁচটি আসনে সাফল্যলাভ ও বেশকিছু আসনে সংখ্যালঘু ভোট কেটে দিয়ে মহাজোটের পরাজয়কে প্রশস্ত করে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের দিকে লক্ষ রাখছে এআইএমআইএম। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন।

সংখ্যালঘু অধ্যুষিত বেশকিছু জেলায় নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজ শুরু করে দিয়েছে এআইএমআইএম। মালদহ, মুর্শিদাবাদ জেলাগুলি থেকে শুরু করে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে পরিবার পরিকল্পনা নিয়েছে এআইএমআইএম। গত ডিসেম্বর মাসে আগামী বিধানসভা নির্বাচন ও দলের সংগঠনের বিষয়ে এ রাজ্যের মিম নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন আসাদউদ্দিন ওয়েইসি। আগামী বিধানসভা নির্বাচন ও দলের সংগঠন বিষয়ে দীর্ঘ বৈঠক চলছিল তাঁদের।

এই আবহে আজ ফুরফুরা শরীফে গেলেন আসাদউদ্দিন ওয়েইসি। ফুরফুরা শরীফে গিয়ে তিনি সাক্ষাৎ করলেন আব্বাস সিদ্দিকীর সঙ্গে। তাঁদের এই সাক্ষাৎকারকে ঘিরে তীব্র জল্পনা ছড়ায় রাজ্যের রাজনীতিতে। অনেকটা সময় ধরে তাদের বৈঠক চলছিল। এদিকে, সম্প্রতি নিজের দল ঘোষণা করার কথা জানিয়েছেন আব্বাস সিদ্দিকী। তবে কি বিষয় নিয়ে তাঁদের আলোচনা চলছে? তা এখনো তিনি স্পষ্ট করে জানান নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সাক্ষাৎকারের পর মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি জানালেন যে, পশ্চিমবঙ্গে তাঁর দলের কাজ শুরু হয়ে গেছে। আব্বাস উদ্দিনের নেতৃত্বে এগিয়ে যাবে তাঁর দল। আব্বাস সিদ্দিকীর পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন যে, আব্বাস সিদ্দিকী যে সিদ্ধান্ত নেবেন, তাকেই সমর্থন জানাবে মিম।

মহারাষ্ট্র, উত্তর প্রদেশ ও বিহারের বেশকিছু আসনে সংখ্যালঘুদের ভোট কেটে নিয়ে বিজেপিকে বিশেষ সুবিধা করে দিয়েছিল এআইএমআইএম। এরাজ্যে সংখ্যালঘু অধ্যুষিত স্থানগুলিতে যদি সংখ্যালঘু ভোট কেটে নেয় তবে, যথেষ্ট বিপাকে পড়তে পারে রাজ্যের শাসক দল তৃণমূলের মতো বাম, কংগ্রেস দলগুলিও। এবার আব্বাসের সঙ্গে জোটে বাড়তে পারে আরও বিপদ।

আজ আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে আব্বাস সিদ্দিকীর বৈঠক প্রসঙ্গে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম জানালেন, ” বাস্তব অবস্থা ভোটের আগের সবাই চেষ্টা করছেন। আমাদের রাজ্যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। তার ভিত্তিতে দাঁড়িয়ে অনেকেই মনে করছেন ধর্মভিত্তিক ঐক্য যাতে গড়ে তোলা যায়। সেটা রাজ্যের পরিপন্থী হবে। তাই আমরা বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সমস্ত শক্তিকে একজোট করার চেষ্টা করছি। মিমকে ব্যবহার করে বিজেপি এই রাজ্যে শক্তিশালী হতে চাইছে। কিন্তু ওরা শক্তিশালী হলে ফুরফুরাতে দৌড়াতে হত না। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!