Big Breaking অভয়ার বিচারে এবার পথে আইনজীবিরাও, অভিনব কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ! জেনে নিন! কলকাতা রাজ্য September 20, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অভয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে গোটা রাজ্য। সমাজের সর্বস্তরের মানুষ প্রত্যেকদিন প্রতিবাদে মুখর হচ্ছেন। কেউ মশাল মিছিল, কেউ রাত দখলের মত কর্মসূচি করছেন। আর এবার সেই ঘটনায় প্রকৃত বিচারের দাবিতে রাস্তায় নামতে দেখা গেল আইনজীবীদেরও। যেখানে চুঁচুড়ায় বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নেওয়া হলো অভিনব প্রতিবাদ কর্মসূচি। সূত্রের খবর, এদিন চুঁচুড়ায় বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদ করা হয়। যেখানে রাস্তায় নেমে মানববন্ধন কর্মসূচি করেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। অর্থাৎ বিচারের দাবিতে সমাজের সর্বস্তরের পাশাপাশি আইনজীবীদের মধ্য থেকেও এবার প্রতিবাদ সংগঠিত হতে দেখা গেল। যা অত্যন্ত সময়োপযোগী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -