এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, আদালতে বড়সড় জয় পেলেন শুভেন্দু অধিকারী, বিপাকে রাজ্য

Big Breaking, আদালতে বড়সড় জয় পেলেন শুভেন্দু অধিকারী, বিপাকে রাজ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজ আদালতে বড়সড় জয় পেলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর আকস্মিক মৃত্যুর তদন্ততে আজ তলব করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে। তবে, সিআইডির এই তলব এড়িয়ে যান শুভেন্দু অধিকারী। পরিবর্তে হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিআইডির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি হাইকোর্টে। তাঁর আইনজীবীরা বিরোধী দলনেতার জন্য হাইকোর্টের কাছে রক্ষাকবচ চান। এরপর হাইকোর্টের পক্ষ থেকে জানানো হলো যে, এখনি সিআইডির কাছে হাজিরা দেবার কোন প্রয়োজন নেই শুভেন্দু অধিকারীর।

শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর তদন্তে তাঁকে সিআইডির তলব, ত্রিপল চুরির মামলা ইত্যাদি বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ এই নিয়ে আদালতে সওয়াল করেছেন তাঁর আইনজীবীরা। তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত মামলার তদন্ত সিবিআইকে দিয়ে করানোর জন্য আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ বিষয়ে ইতিপূর্বে আদালতের পক্ষ থেকে জানানো হয় যে, পুলিশ তদন্ত করবে, শাস্তি দেবে আদালত, যা বোঝাতে হবে মানুষকে। অনেক ক্ষেত্রে গ্রেপ্তারীর ক্ষমতাকে অপব্যবহার করা হয়ে থাকে। আবার, রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছিল যে, শুভেন্দু অধিকারী গ্রেফতারের ভয় পাচ্ছেন। তাই এই মামলাগুলো সিবিআইকে দিয়ে করাবার আবেদন করছেন।

এরপর আজ আদালতের পক্ষ থেকে জানানো হয় যে, আদালতের বিচারাধীন একটি মামলায় সমন পাঠিয়ে ডেকে আনা হয়েছে শুভেন্দু অধিকারীকে। যে এফআইআর তলব করা হয়েছে, তা আদালতের বিচারাধীন। তাই এখনই সিআইডির এই সমনের পাল্টা হিসেবে কোনরকম পদক্ষেপ গ্রহণ করা বা এতে সাড়া দেওয়ার প্রয়োজন নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জানা যাচ্ছে, আজ দুপুরে এই মামলার চূড়ান্ত শুনানি রয়েছে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আদালত। তবে, সিআইডির তলবের হাত থেকে রক্ষা পেয়েছেন শুভেন্দু অধিকারী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!