এখন পড়ছেন
হোম > রাজ্য > Big Breaking আজই বিজেপিতে যোগ দিচ্ছেন সোনালী গুহ, বাড়ছে জল্পনা!

Big Breaking আজই বিজেপিতে যোগ দিচ্ছেন সোনালী গুহ, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহকর্মী তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার তার ঘনিষ্ঠ বৃত্তে পাঁচজনের মধ্যে যে নামটা সবথেকে বেশি ঘোরাফেরা করে, তিনি হলেন সোনালী গুহ। নন্দীগ্রাম হোক বা সিঙ্গুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো হোক বা তার মায়ের দেখাশোনা, সব সময়ে নেত্রীর পাশে ছিলেন সোনালী দেবী।

দীর্ঘদিন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে লড়াই করে জয়লাভ করেছিলেন তিনি। কিন্তু তৃনমূলের প্রায় চারবারের বিধায়ক সেই সোনালী গুহ এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসর্গ ত্যাগ করতে চলেছেন? দলের টিকিট না পেয়ে রীতিমত আবেগ তাড়িত হয়ে গিয়েছেন তিনি। আর এবার তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিতে চলেছেন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক।

সূত্রের খবর, আজ সোমবার বিজেপির কার্যালয় হেস্টিংসে গিয়ে গেরুয়া শিবিরের পতাকা নিজের হাতে তুলে নেবেন তৃণমূল কংগ্রেসের দুর্দিনের এই সৈনিক। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার রীতিমত গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বলা বাহুল্য, সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে এবারেও দলের তরফে তাকে টিকিট দেওয়া হবে বলে আশা করেছিলেন এই তৃণমূল নেত্রী। কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় তার নাম ছিল না।

প্রার্থী ঘোষনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সোনালী অসুস্থ। ওর সুগার বেশি হয়েছে। তাই ওকে এবার টিকিট দিতে পারছি না।” আর মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলার সাথে সাথেই রীতিমত কেঁদে ভাসিয়ে দেন সোনালী গুহ। তিনি বলেন, “দিদি তো একবার আমাকে বলতে পারতেন যে, সোনালী তোকে এবার টিকিটটা দেব না! আমার সুগার, এটা অত্যন্ত সত্যি কথা। কিন্তু তার জন্য আমি লড়াই করতে পারব না! সত্যিই দিদি অনেক পরিবর্তন হয়ে গিয়েছেন। আমি দিদির পাসে থেকে ছিলাম। কৃষ্ণের দুটো মা ছিল। আমারও দুটো মা। নিজের মা আর দিদির মা। সেই দিদি কি করে আমাকে ভুলে গেলেন! তা সত্যিই বিশ্বাস করতে পারছি না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর পরেই নিজের কন্ঠস্বর আটকে যায় সোনালী গুহর। তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী থেকে শুরু করে দলের দুর্দিনে সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই তাকে টিকিট না দেওয়াতে যে তিনি অত্যন্ত ব্যথিত, তার নিজের কান্নার মধ্যে দিয়েই বুঝিয়ে দেন এই তৃণমূল নেত্রী। অবশেষে টিকিট না পেয়ে এবং যথাযোগ্য সম্মান না পেয়ে গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন সোনালী গুহ।

একাংশ বলছেন, বিধানসভা ভাঙচুর থেকে শুরু করে পুলিশকে শাসানি, বিভিন্ন ঘটনায় নাম জড়িয়েছে সোনালী গুহর। কিন্তু যে কাজে তিনি করুন না কেন, তা যে দলের জন্যই করেছেন, তা সকলের কাছেই স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সোনালী গুহ ছাড়া, এটা যেন ঠিকঠাক হজম হচ্ছে না কোন বিশেষজ্ঞদেরই। তবে অদৃষ্টের নিষ্ঠুর পরিহাস! এককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত সেই সোনালী গুহ আজ যোগদান করতে চলেছেন ভারতীয় জনতা পার্টিতে।

তৃণমূলের কাছে এটা কতটা ক্ষতিকর, তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হলেও, তা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যথেষ্ট অস্বস্তির, তা বলাই যায়। সব মিলিয়ে মৃত্যু পর্যন্ত নেত্রীর সঙ্গে থাকবেন বলেও সম্মান না পেয়ে এবার সেই নেত্রীর প্রতিপক্ষ টিমেই নাম লেখাতে চলেছেন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের চারবারের প্রাক্তন তৃণমূল বিধায়িকা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!