Big Breaking আজ ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকের জন্য ডাক, শেষ ডেডলাইন জানিয়ে দিল রাজ্য! কলকাতা রাজ্য September 16, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এর আগে কখনও নবান্নের সভাগৃহ আবার কখনও বা মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে ফিরে আসতে হয়েছে জুনিয়র চিকিৎসকদের। কারণ তারা বারবার দাবি করেছিলেন যে, তারা এই বৈঠকের ভিডিও চান। কিন্তু সেটাতে সরকার রাজি না হওয়ার কারণেই তৈরি হয় সমস্যা। তবে এবার সেই জুনিয়ার চিকিৎসকদের বৈঠকের জন্য আবার চিঠি দেওয়া হল রাজ্যের পক্ষ থেকে। সূত্রের খবর, কিছুক্ষণ আগেই মুখ্যসচিবের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের আবার বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়। যেখানে আজ বিকেল পাঁচটার সময় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে তাদের বৈঠকের জন্য আসতে বলা হয়েছে। পাশাপাশি সেই চিঠিতে এটাও স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, বৈঠকের কোনো লাইভ সম্প্রচার করা যাবে না। এক্ষেত্রে এটাই রাজ্যের তরফে শেষবারের জন্য জুনিয়র চিকিৎসকদের বৈঠক করতে ডাকা হচ্ছে বলেও জানানো হয়েছে সেই চিঠিতে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই রাজ্যের পক্ষ থেকে কার্যত শেষ বারের মত জুনিয়র চিকিৎসকদের এই বৈঠকের জন্য ডেকে পাঠিয়ে একটা ডেডলাইন বেধে দেওয়া হলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শেষ পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তাতে রাজি হন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -