Big Breaking “আপনি হাজার হাজার মায়েদের কিডনি…..” মমতার বিরুদ্ধে সোচ্চার শুভেন্দু! তৃণমূল রাজনীতি রাজ্য January 16, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিষাক্ত স্যালাইনে এক প্রসূতির মৃত্যু এবং তিনজনের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার ঘটনা অনেকের মধ্যেই চিন্তার ভাঁজ তৈরি করেছে। এতদিন এই স্যালাইন কাদের কাদের শরীরে গিয়েছে এবং পরবর্তীতে তাদের শরীরে কি অসুবিধে হবে, তা নিয়ে আশঙ্কা রয়েছে অনেকের মধ্যেই। আর এই পরিস্থিতিতে সেই আশঙ্কাকে সামনে এনে তালিকা প্রকাশ করার দাবি জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন মেদিনীপুরে বিষাক্ত স্যালাইনে মৃত প্রসূতির বাড়িতে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “স্যালাইন প্রাপকদের তালিকা অবিলম্বে প্রকাশ করুন। কিডনি নষ্ট হতে শুরু করবে। তখন বলবেন, এর সুগার আছে, ওর ক্রিয়েটিনিন বেশি। এইসব বলে কেটে পড়বেন। কিন্তু আপনি যে হাজার হাজার অন্তঃসত্ত্বা মায়েদের কিডনি ড্যামেজ করে দিলেন।” অর্থাৎ যাদের শরীরে এখন এই বিষাক্ত স্যালাইন গিয়েছে, পরবর্তীতে তালিকা না দিলে তাদের যদি কোনো শারীরিক সমস্যা হয়, তখন এই রাজ্য সরকার যে দায় নেবে না, এটা খুব ভালো মতই বুঝতে পেরেছেন শুভেন্দু অধিকারী। তাই আগেভাগেই কাদের এই স্যালাইন দেওয়া হয়েছে, তার তালিকা দাবি করে পরবর্তীতে তাদের সমস্যা হলে যাতে রাজ্য সরকারের কাছে জবাবদিহি চাওয়া যায়, তার তথ্য এখন থেকেই জনসমক্ষে রাখার দাবি করলেন বিরোধী দলনেতা। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -