এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking, বাজি পোড়ানো নিয়ে রাজ্যকে ফের কঠোর নির্দেশ হাইকোর্টের, না মানলে করতে হবে জবাবদিহি

Big Breaking, বাজি পোড়ানো নিয়ে রাজ্যকে ফের কঠোর নির্দেশ হাইকোর্টের, না মানলে করতে হবে জবাবদিহি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীপাবলীর বাজি পোড়ানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট। করোনা পরিস্থিতিতে যাতে বাজি পোড়ানো বন্ধ হয়, তার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন পরিবেশকর্মী রোশনী আলী। তিনি জানিয়েছিলেন, করোনা এখনও যথেষ্ট রয়েছে। তাই এবছর বাজির ব্যবহার নিষিদ্ধ করে দেয়া হোক। কারণ বাজির ধোয়া থেকে যে দূষণ ছড়ায়, তাতে বয়স্কদের পাশাপাশি শিশুদেরও কষ্ট হয়। এরপর হাইকোর্টের পক্ষ থেকে কালীপূজায় বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছিল।

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কিছু ব্যবসায়ী। এরপর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় যে, একেবারে বাজি নিষিদ্ধ করে দেয়া হবে না। পরিবেশবান্ধব বাজি ব্যবহার করা যাবে। তবে রাত আটটা থেকে রাত দশটা পর্যন্তই বাজি ফাটানো যাবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আজ হাইকোর্টের পক্ষ থেক থেকে বেশ কিছু কড়া নির্দেশ জারি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিবেশ বান্ধব বাজি ফাটানো যাবে। তবে জনবহুল এলাকা, হাসপাতালের সামনে কোন রকম বাজি পোড়ানো যাবেনা। পরিবেশবান্ধব বাজি ফাটানো হচ্ছে কিনা? সেই ধরনের বাজিই শুধু বিক্রি হচ্ছে কিনা? তা নিশ্চিত করতে হবে রাজ্যকে।

আদালতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যে সমস্ত বাজি বিক্রি করা হবে, তাতে কিউআর কোড, ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অনুমতি আছে কি না তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে ছ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি। রাজ্য আদালতের নির্দেশ মেনে কাজ করেছে কিনা? এ বিষয়ে লক্ষ্য রাখা হবে।

বাজি পোড়ানো নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তা যাতে মানা হয়, তা দেখার জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দেয়া হয়েছে। হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্যের বাইরে থেকে নিষিদ্ধ বাজি যেন কোনোভাবেই এই রাজ্যে না আসে ও বাজারে যেন সেই বাজি বিক্রী না হয়, সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে রাজ্য সরকারকে। এদিকে আজ ব্যবসায়ীরা আদালতের কাছে একটি মুচলেকা দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, আদালতের নির্দেশ মেনে পরিবেশবান্ধব বাজিই শুধু বিক্রি করা হবে, অন্য কোন বাজি বিক্রি করা হবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!