Big Breaking “বাংলার মানুষকে বাঁচান” স্বাস্থ্য ভবনের বাইরে চিৎকার করে আবেদন শুভেন্দুর! কলকাতা বিজেপি রাজনীতি রাজ্য January 15, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যখন দুর্নীতি বাসা বেঁধেছে, তখন নয়া পথ খুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারা ছিল বলেই আজকে বহু চোর জেলে গিয়েছে। অন্তত তেমনটাই মনে করে বিরোধীরা। আর বর্তমানে যখন বিষাক্ত স্যালাইন কাণ্ডে উত্তাল রাজ্য, ঠিক তখনই বিজেপি বিধায়কদের নিয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই উচ্চ আদালতের কাছেই কাতর আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন স্বাস্থ্য ভবনে যান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা এই ব্যাপারে ছাড়ব না। বিধানসভা বন্ধ জন্য আমরা আজকে পথে নেমেছি। আমি উচ্চ আদালতের কাছেও আবেদন করছি, বাংলার মানুষকে বাঁচান।” আর চিৎকার করে শুভেন্দু অধিকারীর আইন ব্যবস্থার প্রতি এই বার্তা বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -