এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Big Breaking, বেজে গেলো ভোটের দামামা, চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশ

Big Breaking, বেজে গেলো ভোটের দামামা, চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বেজে গেলো ভোটের দামামা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো। নতুন তালিকা অনুযায়ী রাজ্যের মোট ভোটার সংখ্যা হলো ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০ জন। এবার ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলেও, এরপরও ভোটের নাম তোলা ও সংশোধনের কাজ চলবে।

অন্যদিকে, এখনো পর্যন্ত রাজ্যের মোট নির্বাচনী বুথের সংখ্যা হল ৭৮ হাজার ৯০৩ টি। করোনা সংক্রমণের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে বুথ সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে। এবার বুথের সংখ্যা ১ লক্ষ্য অতিক্রম করতে পারে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এদিকে সম্প্রতি বঙ্গ সফর করলেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। চলতি মাসের শেষেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের রাজ্যে আসার সম্ভাবনা আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সে ক্ষেত্রে আগামী মাসের মাঝামাঝি সময়েই ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে। সেই সঙ্গে আদর্শ নির্বাচনী আচরণবিধি রাজ্যে চালু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী এপ্রিল মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে পশ্চিমবঙ্গে। এপ্রিল মাসেই বিধানসভা নির্বাচন সম্পন্ন হবার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন।

নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো রকম অব্যবস্থা, কর্তব্যে গাফিলতির ঘটনা ঘটলে অভিযুক্ত আধিকারিককে সাসপেন্ড হওয়ার পর্যন্ত হুঁশিয়ারি দেয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হিংসামুক্ত, অবাধ নির্বাচনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এডিজি জ্ঞানবন্ত সিং এর সঙ্গেও দেখা করেছিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।

উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন নির্বাচনের পূর্বে বিভিন্ন জেলগুলি পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। রাজ্যে সন্ত্রাসর বাতাবরণ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। জেলের ভেতর থেকে কোন ষড়যন্ত্র করা হতে পারে, বলেও আশঙ্কা করছেন তিনি। এ কারণেই এ বিষয়ে তিনি বিশেষভাবে সতর্ক করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!