এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা-ঘনিষ্ঠ বিশিষ্ট বুদ্ধিজীবী তথা দলীয় বিধায়ককে নিয়ে বড়সড় পদক্ষেপ তৃণমূলের! বাড়ছে জল্পনা

মমতা-ঘনিষ্ঠ বিশিষ্ট বুদ্ধিজীবী তথা দলীয় বিধায়ককে নিয়ে বড়সড় পদক্ষেপ তৃণমূলের! বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের বিরুদ্ধে একাধিক বার ক্ষোভ প্রকাশ করেছেন উত্তরপাড়া বিধায়ক প্রবীর ঘোষাল। দলের সংগঠন নিয়ে তিনি যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনি তাঁর এলাকায় সরকারি প্রকল্পের কাজ নিয়েও অভিযোগ প্রকাশ করেছেন। তিনি আজ দলের কোর কমিটি ও মুখপাত্রর পদ থেকে ইস্তফা দিয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের বিরুদ্ধে আবারও তোপ দেগেছিলেন। এরপর তাঁর বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করল দল।

সাংবাদিক বৈঠকে দলের বিরুদ্ধে তীব্র অভিযোগ করার পর তৃণমূল তাঁকে দল বিরোধী কাজের অভিযোগে শোকজ করল। প্রসঙ্গত আজ সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি জানিয়েছিলেন যে, ভালো লোক তৃণমূল দলে থাকতে পারবেন না। তিনি অভিযোগ করেছেন যে, তাঁর কোনো কথাই শুনছে না তাঁর দল। এমনকি মুখ্যমন্ত্রীর নির্দেশ পর্যন্ত মানতে চান না দলের নেতা নেত্রীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছিলেন যে, তাঁকে পরাস্ত করার চক্রান্ত করা হচ্ছে। এই নোংরা রাজনীতির মধ্যে থাকতে চান না তিনি। এমনকি গতকাল পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর জনসভায়ও অনুপস্থিত ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সভায় তাঁকে আমন্ত্রণ করা হয়নি। কার্ডে তাঁর নাম ছিল না। এ কারণেই সভায় যান নি তিনি। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান যে, লোকসভা ভোটে হুগলি জেলায় তৃণমূল ভালো ফল করতে পারেনি। দলের পচামুখগুলি সরিয়ে দিতে হবে, তবেই দলের ভালো হওয়া সম্ভব।

তিনি জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীকে বলার পরও কোনো সমস্যার সমাধান হয়নি। বিধায়ক জানিয়েছেন যে, প্রশান্ত কিশোর এসেও দলের অন্তর্দ্বন্ব দূর করতে পারেন নি। তবে, এখনই তিনি অন্য কোন দলে যোগদান করছেন না, বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে, বিরোধী দলগুলি থেকে তাঁকে এখনো পর্যন্ত কোনো প্রস্তাব পাঠানো হয়নি। তাই, এখনই দল ছাড়ছেন না তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!