Big Breaking বিষাক্ত স্যালাইন কাণ্ডে এবার মমতার বাড়ির সামনে বসবেন শুভেন্দু ! চরম বিপদে নবান্ন ! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য January 24, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিষাক্ত স্যালাইন কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। এক প্রসূতির মৃত্যু এবং তিনজনের হাসপাতালে ভর্তি থাকার ঘটনায় প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরেই বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও যাদের শরীরে এই বিষাক্ত স্যালাইন গিয়েছে, সেই তালিকা পেয়ে যাওয়ার পর তাদের যদি চিকিৎসা না হয়, তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে থাকবেন, সেখানেই গিয়ে সেই অসুস্থ রোগীদের নিয়ে প্রতিবাদে বসবেন বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন বিষাক্ত স্যালাইন কাণ্ডে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ করা হয়। আর তারপরেই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা এই বিষয় নিয়ে ছাড়ব না। যাদের শরীরে এই বিষাক্ত স্যালাইন ঢুকেছে, শুধু তালিকাটা পেয়ে যাই। তারপর এই সরকারকে বেটার ট্রিটমেন্ট দিতে হবে। যদি সেটা না দেয়, তাহলে যাদের শরীরে এই বিষাক্ত স্যালাইন ঢুকেছে, তাদের সকলকে নিয়ে যদি আপনি নবান্নে থাকেন, তাহলে নবান্নে গিয়ে বসব। আর যদি বাড়িতে থাকেন, তাহলে সেখানে গিয়ে বসব। জাতীয় পতাকা হাতে নিয়ে সমস্ত আক্রান্ত ব্যক্তিদের নিয়ে প্রতিবাদে বসব। আপনাকে ছাড়ব না।” আর শুভেন্দু বাবুর এই বক্তব্য যদি ভবিষ্যতে সত্যি হয়, তাহলে এখন থেকেই বিপদ মাথাচাড়া দিচ্ছে নবান্নের অন্দরে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -