Big Breaking বিষাক্ত স্যালাইন কাণ্ডে শেষমেষ কড়া পদক্ষেপ, অবশেষে কি শীতঘুম ভাঙলো রাজ্যের? রাজনীতি রাজ্য January 13, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিষাক্ত স্যালাইনে মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতি মৃত্যু এবং তিনজনের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার ঘটনা রীতিমত রাজ্যকে বেকায়দায় ফেলে দিয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, যেখানে কর্ণাটক সরকার বহুদিন আগেই এই সংস্থাকে ব্যান করে দিয়েছে, সেখানে কেন এই রাজ্যের বুকে এই সংস্থার স্যালাইন ব্যবহার করা হচ্ছে? আর এই পরিস্থিতিতে এবার স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে দেওয়া হলো বড় নির্দেশিকা। যা সামনে আসতেই অনেকে বলছেন, ক্ষতি হয়ে যাওয়ার পর এবার অবশেষে শীত ঘুম থেকে উঠেছে রাজ্য সরকার। সূত্রের খবর, এদিন স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। আর সেখানেই সমস্ত সরকারি হাসপাতালে ফার্মাসিউটিক্যালের স্যালাইন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ যে স্যালাইন নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে, অবশেষে এবার তা বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য সরকার। আর এখানেই বিরোধীদের প্রশ্ন, কেন সময়ের আগেই এই পদক্ষেপ নেওয়া হয়নি? কেন এতদিন দেরি করেছে স্বাস্থ্য দপ্তর? যে প্রসূতি মায়ের মৃত্যু হলো, তাকে কি এবার ফিরিয়ে দিতে পারবে রাজ্য সরকার! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -