এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BIG BREAKING – লকডাউন ভাঙার অভিযোগে বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের

BIG BREAKING – লকডাউন ভাঙার অভিযোগে বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের


ফের খবরের শিরোনামে বিজেপি সাংসদ। জানা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে এবার পুলিশ মামলা করেছে , অভিযোগ তিনি নাকি লকডাউন ভেঙেছেন। শুধু তাই নয়, তারই মধ্যে সমবায় ব্যাঙ্কে জালিয়াতির ঘটনায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের ভাইপো সঞ্জীব সিংহ এবং তাঁর স্ত্রীকে নিতু সিংহকে ফের হাজিরার নোটিস ধরাল পুলিশ।

প্রসঙ্গত, গতকাল তিনি রাজ্যপালকে একটি চিঠি দিয়েছিলেন সেখানে মুখমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তিনি। তিনি অভিযোগ তুলেছিলেন যে, “”রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশের জয়েন্ট কমিশনার অজয় ঠাকুর এনকাউন্টার করে আমাকে এবং আমার পরিবারকে হত্যার চেষ্টা করছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর পর লোকসভার সাংসদের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে মুখ্যসচিবের উদেশ্যে একটি টুইট ও করেছিলেন। সেখানে তিনি লেখেছিলেন, “রাজ্যে যদি একজন লোকসভার সাংসদ এনকাউন্টারের আশঙ্কা প্রকাশ করেন, তা যথেষ্ট গুরুতর বলেই বিবেচিত হয়। মুখ্যসচিবের অবশ্যই এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া জরুরি বলেও তিনি মত প্রকাশ করেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!