এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking বিজেপিতে যোগ দিলেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক! অস্বস্তি তুঙ্গে!

Big Breaking বিজেপিতে যোগ দিলেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক! অস্বস্তি তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোমবার দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়ে দলত্যাগ করেছিলেন তিনি। আর তারপর থেকেই জল্পনা তৈরি হয়েছিল, মঙ্গলবার বিজেপিতে যোগ দিতে পারেন ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার। অবশেষে সেই জল্পনাকে সত্যি করে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সভা থেকে গেরুয়া শিবিরে নাম লেখালেন সেই দীপক হালদার।

সূত্রের খবর, আজ দক্ষিণ 24 পরগনায় প্রায় 16 জন তৃণমূল নেতা সহ ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদার বিজেপিতে যোগ দেন। যেখানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা মুকুল রায়, শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, বেশ কিছুদিন ধরেই এই দীপকবাবুর সঙ্গে তৃণমূলের দূরত্ব ক্রমশ বাড়তে শুরু করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি হলেও সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেছিলেন তিনি।

আর তারপর থেকেই তাকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করে। এদিকে কিছুদিন আগেই তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারী সম্প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের উদ্দেশ্যে। যেখানে তিনি জানিয়ে দিয়েছিলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই তিনি দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা জেলা শূন্য করে দেবেন। স্বাভাবিকভাবেই এরপর থেকেই জল্পনা বাড়তে শুরু করেছিল। তাহলে কি এই সমস্ত জেলা থেকে তৃণমূলের কোনো বড় হেভিওয়েট আবার পদ্মফুল শিবিরের নাম লেখাতে চলেছেন?

আর সেই জল্পনাকে সত্যি করে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারকে দলত্যাগ করতে দেখা যায়। আর তারপর থেকেই তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলে একপ্রকার পাকা খবর সামনে চলে এসেছিল। অবশেষে বিন্দুমাত্র সময় নষ্ট না করে মঙ্গলবার বারুইপুরের সভা থেকে গেরুয়া শিবিরের নাম লেখালেন সেই দীপকবাবু।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, ডায়মন্ডহারবার তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানকার লোকসভার সাংসদ তৃণমূলের অলিখিত সেকেন্ড-ইন-কমান্ড তথা যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তার গড়ে যেভাবে হেভিওয়েট তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিলেন, তাতে অভিষেকবাবু যথেষ্ট চাপের মুখে পড়ে গেলেন বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলতে শুরু করেছেন, কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারীকে। তিনি শুভেন্দুবাবুকে কটাক্ষ করে বলেছিলেন, তার বাড়িতে দুজন তৃণমূল সাংসদ রয়েছে। সেখানে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর থাকতে লজ্জা করে না! আর তারপরেই তার জবাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যেখানে তিনি জানিয়ে দিয়েছিলেন, আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়েও তিনি পদ্ম ফোটাবেন।

অবশেষে নিজের কথাকে সত্যি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমত চাপে ফেলে দিয়ে তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের বিধায়ককে গেরুয়া শিবিরের পতাকা ধরিয়ে দিলেন সেই শুভেন্দু অধিকারী। যা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একের পর এক বিধায়ক এভাবে দল ছাড়তে শুরু করেছেন। সামনে নির্বাচন। তার আগে যদি হেভিওয়েট জনপ্রতিনিধিরা তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান, তাহলে তা যে ঘাসফুল শিবিরের কাছে যথেষ্ট চিন্তার বিষয়, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!