এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > Big Breaking বিজেপিতে যোগ দিতে চলেছেন অধীর চৌধুরী? বাড়ল জল্পনা!

Big Breaking বিজেপিতে যোগ দিতে চলেছেন অধীর চৌধুরী? বাড়ল জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি। এছাড়াও কংগ্রেসের লোকসভার দলনেতার দায়িত্বে রয়েছেন মুর্শিদাবাদের শাহেনশা। কিন্তু সেই অধীর রঞ্জন চৌধুরী কি এবার নিজের হাতে পদ্ম ফুল নিতে চলেছেন? মুর্শিদাবাদে একটি পোস্টার পড়াকে কেন্দ্র করে এই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। জানা গেছে, রবিবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকায় অধীর রঞ্জন চৌধুরীর নামে একটি পোস্টার প্রকাশ্যে আসে। যেখানে লেখা রয়েছে, “খবর এটাই তলে তলে, অধীর এখন পদ্মের দলে।” স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক গুঞ্জন ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে।

বলা বাহুল্য, অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের দীর্ঘদিনের নেতা হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গ কংগ্রেসের দায়িত্বে থাকার পাশাপাশি বর্তমানে লোকসভায় কংগ্রেসের দলনেতার দায়িত্ব সামলাতে দেখা যাচ্ছে তাকে। বিভিন্ন সময় বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে। পাশাপাশি রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে কুপোকাত করতে নিজের মত করে সংগঠন পরিচালনা করছেন তিনি।

কিন্তু বর্তমানে বিজেপিতে যোগ দিতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। সেদিক থেকে লাগাতার বিজেপিকে আক্রমণ করা অধীর রঞ্জন চৌধুরীর মুর্শিদাবাদে যেভাবে তার সঙ্গে বিজেপি যোগ নিয়ে পোস্টার পড়তে শুরু করল, তাতে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ক্রমশ গুঞ্জণ বৃদ্ধি পেতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, গত লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করার পর, কংগ্রেস এবং বামকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। যেখানে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কংগ্রেস এবং বামেরা নিজেদের ভোট বিজেপিতে ট্রানস্ফার করিয়েছে। আর সেই কারণেই বিজেপি এত ভালো ফল করেছে। আর এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন যখন সামনে, তখন অধীর রঞ্জন চৌধুরীর খাসতালুকে কিভাবে তাকে নিয়ে এই রকম জল্পনা ছড়িয়ে পড়ল, তা অনেকের কাছেই প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তাহলে কি অধীরবাবু বিজেপি ঘনিষ্ঠ হতে শুরু করেছেন? আর সেই কারণেই তাকে নিয়ে এইরকম গুঞ্জন ছড়িয়েছে? তবে একাঐ অবশ্য বলছেন, নির্বাচনের আগে এটা অধীর রঞ্জন চৌধুরীকে চাপে ফেলতে একটা বড় প্রকারের চক্রান্ত। এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। তবে মুখে যে পক্ষের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, পরিস্থিতি যে ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!