এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > Big Breaking, বিজেপির কর্মসূচিতে পুলিশের প্রবল বাধা, গ্রেফতার হলেন কেন্দ্রীয় মন্ত্রী

Big Breaking, বিজেপির কর্মসূচিতে পুলিশের প্রবল বাধা, গ্রেফতার হলেন কেন্দ্রীয় মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বিজেপির কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। আজও একই পরিস্থিতি দেখা গেল। গতকাল বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস কর্মসূচিতে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ চলাকালীন বিজেপির রাজ্যনেতাদের গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে অন্যতম হলেন শুভেন্দু অধিকারী, জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, দেবশ্রী চৌধুরী, সৌমিত্র খাঁ প্রমুখরা। আর, আজ পুলিশ গ্রেপ্তার করেছে বিজেপি সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ শহীদ সম্মান যাত্রা কর্মসূচিতে যোগদান করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বিরাটিতে তাঁরা যখন এই কর্মসূচি পালন করেছিলেন, সে সময় বাধা আসে পুলিশের পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, মহামারী আইনে জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। এরপর পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপির নেতা, কর্মীদের। এই সময় পুলিশ গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে। এক ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়।

অন্যদিকে, আজ শিলিগুড়িতে শহীদ সম্মান যাত্রার সূচনা পূর্বেই ৩০ জন বিজেপির যুব কর্মীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতার করে তাঁদেরকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি থানায়। ঘটনায় প্রবল ক্ষুব্ধ বিজেপি শিবির। ভোট-পরবর্তী হিংসায় বিজেপির যেসকল কর্মীরা প্রাণ হারিয়েছেন, তাঁদেরকে শ্রদ্ধা জানাতেই বিজেপি এই কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যজুড়ে বিজেপি এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। এরপর কর্মসূচি পালন করতে গিয়ে প্রবল পুলিশী বাধার মুখে পড়েন বিজেপির নেতা-কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!