এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > Big Breaking, বিজেপির রথযাত্রার অনুমোদন প্রশাসনের।

Big Breaking, বিজেপির রথযাত্রার অনুমোদন প্রশাসনের।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বিজেপির পক্ষ থেকে রাজ্যে রথ যাত্রার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সে সময়ে রাজ্য সরকারের অনুমতি না পাওয়ার কারণে বিজেপির রথযাত্রা স্থগিত রাখা হয়। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির পক্ষ থেকে আবার রথ যাত্রার পরিকল্পনা করা হয়েছে। রাজ্যের মোট ৫ টি স্থান থেকে রথযাত্রার পরিকল্পনা করেছে বিজেপি। আগামী ৬ ই ফেব্রুয়ারি নবদ্বীপ থেকে বিজেপির প্রথম রথ যাত্রার সূচনা হতে চলেছে। এই রথযাত্রার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।

তবে, বিজেপির রথযাত্রা কর্মসূচিকে বন্ধ করতে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন জনৈক আইনজীবী। আজ তার শুনানি হতে চলেছে। আইনজীবী জানিয়েছেন, বিজেপির রথযাত্রার কারণে গন্ডগোল বাধার আশঙ্কা আছে, সে কারণেই রথযাত্রার বন্ধ রাখা হোক। আবার, নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যে সমস্ত এলাকায় রথযাত্রা বের হবে, সেখানকার স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে বিজেপিকে। সমস্ত আইন মেনে এই কর্মসূচির আয়োজন করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর প্রশাসনের কাছে করা বিজেপির আবেদনের ভিত্তিতে বিজেপির প্রথম দফার রথ যাত্রার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আইন-শৃঙ্খলার শর্তে এর অনুমতি দেয়া হয়েছে। এজন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। আগামীকাল নদিয়ায় এই রথযাত্রার উদ্বোধন করতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। ১৮ দিন ধরে চলবে এই রথ। নদিয়া থেকেই রথযাত্রা শুরু হবে। এরপর মুর্শিদাবাদ হয়ে উত্তর ২৪ পরগনার গিয়ে ব্যারাকপুরে গিয়ে শেষ হবে বিজেপির এই দফার রথযাত্রা।

নদীয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম রথযাত্রার অনুমতি দেয়া হলো। অনুমতিপত্রে জানানো হল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা হলেন জেড প্লাস নিরাপত্তা প্রাপ্ত ভিআইপি। তিনি, আগামীকাল শনিবার হেলিকপ্টারে করে বেলা আড়াইটার সময় নবদ্বীপের চটির মাঠে আসছেন। সেখানে তিনি সভা করবেন। নাড্ডার সভার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাঁর হেলিপ্যাডের চারধারে দুটি শক্ত করে বেড়া দেয়া হবে। এর সঙ্গে সিসিটিভি বসাতে হবে সভামঞ্চে। স্যানিটাইজ করতে হবে গোটা মঞ্চ। উঁচু মঞ্চ বানাতে হবে। প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবককে নিয়োগ করতে হবে। মঞ্চে ওঠার স্থানে শক্ত সিঁড়ি ব্যবহার করতে হবে। সেইসাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। বাকি চার দফা রথযাত্রার এখনো অনুমোদন পাওয়া যায়নি। তবে এ বিষয়ে অনুমোদন পাওয়া যাবে বলে আশাবাদী গেরুয়া শিবির।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!