এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ শোভন-বৈশাখীর! প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই উগড়ে দিলেন ক্ষোভ!

Big Breaking বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ শোভন-বৈশাখীর! প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই উগড়ে দিলেন ক্ষোভ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন বলেই মনে করেছিলেন সকলে। কিন্তু দীর্ঘদিন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ঠিকমত মর্যাদা না পাওয়ার কারণে ঘরে বসে থাকতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। কিন্তু কেন্দ্রীয়স্তরের একাধিক নেতৃত্বের হস্তক্ষেপে অবশেষে কিছুদিন আগে থেকে আবার রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায় সেই শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে।

বিজেপির পক্ষ অবলম্বন করে বিভিন্ন পথসভা থেকে শুরু করে বড় বড় জনসভায় বক্তব্য রাখেন তারা। কিন্তু হঠাৎ করে এমন কি হল? এবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর এই কার্যত দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ত্যাগ করার কথা জানিয়ে দিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই এই হেভিওয়েট নেতা-নেত্রীর দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা যে বিজেপিকে অনেকটাই চাপে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, প্রার্থী তালিকা পছন্দ না হওয়ার কারণেই এবার বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চলেছেন বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় এবং সহ-আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ফেসবুকে একটি পোষ্টের নিচে উষ্মা ব্যক্ত করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় একটি চিঠিও দিয়েছেন বলে খবর। যার ফলে এখন গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে।

একাংশ বলছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই দলের অনেক টিকিট প্রত্যাশীরা প্রকাশ্যে ক্ষোভ উগরে দিতে শুরু করেছিলেন। এমনকি তাদের মধ্যে অনেকেই এখন যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। তবে প্রায় অনেক বছর আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবার তারাও টিকিট প্রত্যাশী ছিলেন বলে খবর।

কিন্তু আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হলেও তারা কোনো জায়গা না পাওয়াতেই যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সম্পর্ক ছিন্ন করার রাস্তায় হাঁটলেন, তা একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে। তবে এতদিন তৃণমূলের অন্দরের বিদ্রোহ নিয়ে বিজেপির পক্ষ থেকে ঘাসফুল শিবিরকে কটাক্ষ করা হলেও, এবার তাদের দলে যেভাবে বিদ্রোহ শুরু হয়েছে এবং হেভিওয়েট নেতা নেত্রী দলত্যাগ করতে শুরু করেছেন, তাতে গেরুয়া শিবির এই বিদ্রোহ দমাতে কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!