Big Breaking বন্যায় ঘরছাড়া সাধারন মানুষ, এলাকায় যেতেই বিক্ষোভের মুখে মমতার গুণধর সাংসদ! রাজনীতি রাজ্য September 19, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দক্ষিণবঙ্গে এখন ভয়ংকর বন্যা পরিস্থিতি। প্রচুর মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। হাওড়া থেকে শুরু করে হুগলি, আরামবাগ সহ বিস্তীর্ণ এলাকায এখন জলের তলায় চলে গিয়েছে। আর এই পরিস্থিতিতে এবার আজ এলাকা পরিদর্শনে গিয়ে রীতিমত বিক্ষোভের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ মিতালী বাগ। যেখানে সাধারণ মানুষ বিক্ষোভ করে বুঝিয়ে দিলেন যে, তারা এই রকম সাংসদ চান না। সূত্রের খবর, আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান আরামবাগের সাংসদ মিতালী বাগ। আর সেখানেই সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এতদিন ধরে যখন বাড়ি বাড়ি জল ঢুকতে শুরু করেছিল, যখন সাধারণ মানুষ হাহাকার করছিলেন, তখন সাংসদ কোথায় ছিলেন, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারী জনতা। যার ফলে রীতিমত চাপে পড়ে যান আরামবাগের তৃণমূল সাংসদ। বিরোধীদের কটাক্ষ, এদেরকেই তো ভোট দিয়ে জিতিয়েছেন সাধারণ মানুষ। এখন তারা বুঝতে পারছেন, এইরকম সাংসদরা কতটা অপদার্থ! দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -