Big Breaking, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার ভুঁইফোড় চিট ফান্ড সংস্থার কর্ণধারের স্ত্রী, তীব্র শোরগোল জাতীয় বিশেষ খবর রাজ্য January 15, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডু। রোজভ্যালি কেলেঙ্কারি মামলা সূত্রে গ্রেফতার করেছে তাঁকে সিবিআই, রয়েছে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। এই সংস্থার কর্ণধার গৌতম কুন্ডুকে ইতিপূর্বেই গ্রেফতার করা হয়েছিল। একাধিকবার তাঁকে জেরা করা হয়েছে। রোজভ্যালি সংস্থার নাম করে কোটি কোটি টাকা তছরুপ করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি। সম্প্রতি, রোজভ্যালি কাণ্ডে জেরার মুখে পড়েছিলেন গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডু। তিনি বহু প্রশ্ন এড়িয়ে গিয়েছেন, তাঁর বহু বয়ানে অসংগতি আছে। এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে সিবিআই। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গৌতম কুন্ডু স্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু তথ্য প্রমাণ তাঁদের হাতে এসেছে। তাঁকে ভুবনেশ্বর আদালতে তোলা হবে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অন্যদিকে আজ আবার কয়লা পাচার কাণ্ডের তদন্ততে কয়লা পাচারের মূল চক্রি অনুপ মাঝি বা লালার ঘনিষ্ঠ বেশকিছু ব্যবসায়ীর অফিসে হানা দিলেন সিবিআই আধিকারিকেরা। অনুপ মাঝি বা লালার ঘনিষ্ঠ তিন ব্যবসায়ীর অফিসে সিবিআইয়ের অভিযান চলে আজ। অভিযানে উদ্ধার করা হয়েছে ২৫ টি নোট বুক। এই নোটবুক গুলিতে কয়লা পাচারের আর্থিক লেনদেনের হিসাব আছে বলে গোয়েন্দা সূত্রের খবর। নোটবুক ছাড়াও বহু ডাইরি পাওয়া গেছে, যেগুলিতে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে গোয়েন্দাদের অনুমান। গোয়েন্দা সূত্রের দাবি, ফেরার হবার আগে লালা নিজের ঘনিষ্ঠ এই তিন ব্যবসায়ীর কাছে এই ডায়রিগুলি লুকিয়ে রেখে গিয়েছিলেন। এই ঘনিষ্ঠ ব্যবসায়ীরা তার কোর টিমের সদস্য ছিলেন। এবার তাদের কাছ থেকে উদ্ধার করা হলো এই নোটবুক গুলি। কয়লা কাণ্ডের তদন্তে এরফলে অনেকটা গতি আসতে পারে বলে অনুমান গোয়েন্দাদের। আপনার মতামত জানান -