এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির

Big Breaking, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির অভিযোগ, নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার সময় হলফনামায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য গোপন করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ জানিয়ে শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট মেঘনাদ পাল ও বিজেপির আইনজীবী সেল নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবার সিদ্ধান্ত নেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় হলফনামায় নিজের সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ করেছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে থাকা মামলার কথা গোপন করেছেন। অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে অসমে, একটি মামলা রয়েছে সিবিআই এর। যদিও মনোনয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারী মামলা নেই। বিজেপির অভিযোগ তার বিরুদ্ধে ফৌজদারি মামলা তিনি গোপন করেছেন।

মনোনয়নপত্রে মামলার উল্লেখ না করে নির্বাচন কমিশনের আইন বিরুদ্ধ কাজ করেছেন তিনি। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপির আইনজীবী সেল। আজ দুপুরে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রিটার্নি অফিসারের কাছে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট মেঘনাদ পাল। এবার, নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে? সে দিকে দৃষ্টি থাকবে সকলের।

অন্যদিকে, আজ হুইল চেয়ারে করে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানান, সারা রাজ্যই বসে আছে হুইল চেয়ারে। চার দশক ধরে পশ্চিমবঙ্গ বসে আছে হুইল চেয়ারে। কিন্তু এবার এই রাজ্যকে দৌড়াতে হবে, তাই ক্ষমতায় আনতে হবে বিজেপিকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!