এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Big Breaking, করোনা আবহে পুজো কমিটির জন্য ফের দরাজ মমতা, করলেন বড়োসড়ো সাহায্যের ঘোষণা

Big Breaking, করোনা আবহে পুজো কমিটির জন্য ফের দরাজ মমতা, করলেন বড়োসড়ো সাহায্যের ঘোষণা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে পুজো কমিটি গুলির জন্য ফের কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর রাজ্যের সমস্ত পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য দেয়া হয়েছিল। সেই সঙ্গে বিশেষ ছাড় দেয়া হয়েছিল বিদ্যুৎ বিলের ক্ষেত্রে, ছাড় দেয়া হয়েছিল দমকলের ক্ষেত্রেও। এবারও পুজো কমিটি গুলিকে একাধিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানালেন যে, গত বছরের মতো এ বছরও সমস্ত পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য দেয়া হবে পুজোর খরচের জন্য। বিদ্যুৎ বিল সহ অন্যান্য সমস্ত লাইসেন্স খরচ মুকুব করা হবে। তিনি জানালেন করোনা সংক্রমণ থাকার কারণে অনেক পুজো কমিটি এবার স্পন্সর পায় নি। এখনো রাজ্যে সংক্রমণ চলছে। একারণে মুখ্যমন্ত্রী আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটাই তিনি পড়ে শোনালেন। গত বছর যে সমস্ত সুযোগ সুবিধা দেয়া হয়েছিল পূজা কমিটিগুলোকে। এবারও সেই সুযোগ সুবিধাগুলি বজায় রাখা হবে।

মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত পুজো কমিটিকে ৫০ হাজার টাকার অর্থ সাহায্য দেয়া হবে। পুজো করতে গেলে কোন লাইসেন্স এর প্রয়োজন হবে না। দমকল লাইসেন্স ও বিদ্যুৎ লাইসেন্স এর প্রয়োজন হবে না। এছাড়া সমস্ত পুজো কমিটিকে পুজোর বিদ্যুৎ বিলের ওপর ৫০% ছাড় দেয়া হবে। এর সঙ্গে সঙ্গেই মুখ্যসচিব সাবধান করে দিয়েছেন সকলকে। তিনি জানিয়েছেন, করোনা বিধি যদি মেনে চলা না হয়, তবে আবার সংক্রমণ বাড়বে। কেরালার মতো অবস্থা দেখা দেবে পশ্চিমবঙ্গে। তাই সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!