এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking, করোনা আবহে বোর্ড পরীক্ষা নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর

Big Breaking, করোনা আবহে বোর্ড পরীক্ষা নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। দিনে দিনে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশের ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। ১০২৭ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। এই পরিস্থিতিতে সিবিএসইর বোর্ড পরীক্ষা নেওয়া আদৌ সম্ভব হবে কিনা? এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।

করোনা সংক্রমণ ভয়ঙ্কর আকার ধারণ করায় সিবিএসইর এবছরের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়েছেন অনেকেই। কংগ্রেস, আম আদমি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সিবিএসইর বোর্ড পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিবিএসইর বোর্ড পরীক্ষা আপাতত স্থগিত রাখার আর্জি জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানিয়েছেন, সিবিএসইর বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থী। ১ লক্ষ শিক্ষক পরীক্ষা পরিচালনা করবেন। যা থেকে করোনা ক্রমণ তীব্র আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৬৮ জন মানুষ নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৮১ জনের করোনায় মৃত্যু ঘটেছে। আজ সিবিএসইর বোর্ড পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব, একাধিক শীর্ষ আধিকারিকের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করতে চলেছেন। বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়? সেদিকেই দৃষ্টি থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!