এখন পড়ছেন
হোম > জাতীয় > BIG-BREAKING – করোনা পরিস্থিতিতে এক ধাক্কায় কমল বেতন, বড়সড় সিদ্ধান্ত রাষ্ট্রপতির

BIG-BREAKING – করোনা পরিস্থিতিতে এক ধাক্কায় কমল বেতন, বড়সড় সিদ্ধান্ত রাষ্ট্রপতির


করোনা পরিস্থিতিতে জনসাধারণকে বাঁচাতে লোকডাউন ঘোষণা করা হয়েছে। এখনো চলছে আগামীদিনেও বাড়বে। কিন্তু এর ফলে কোরোনাকে আটকানো গেলেও আটকানো যাচ্ছে না অর্থনীতির পতনকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে এবার এই নিয়ে বড়সড় পদক্ষেপ নিলেন রাষ্ট্রপতি। এক ধাক্কায় নিজের বেতন অনেকটা কমিয়ে দিলেন তিনি। এক বছরের জন্য নিজের বেতন কমিয়ে দিলেন রাষ্ট্রপতি। যদিও আগেও পিএম কেয়ার ফান্ডে টাকা দান থেকে করেছেন করণাতে কাজে লাগাবার জন্য। এবার নিজের খরচ কমিয়ে বেতান্ন কমিয়ে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

 

আজ এমনটাই ঘোষণা করা হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে। সেখানে এক বিবৃতে বলা হয়েছে যে, বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্টের নির্দেশে একটা ছোট সাহায্য করা হচ্ছে।’ খাবারের পদ থেকে ফুলের ডেকোরেশন, সবেতেই করা হবে কাটছাট। এমনকি এবার থেকে সফর করাও কম করবেন তিনি। বেশিরভাগ জরুরি বৈঠক সারবেন অনলাইনে। জানানো হয়েছে কোনও অনুষ্ঠানের জন্য লিমুজিন কেনা হবে না। আর এই খবর সামনে আসতেই ঢালাও প্রশংসা করছেন সবমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!