এখন পড়ছেন
হোম > অন্যান্য > Big Breaking,কোভাকসিনের পর এবার অনুমোদন আরও দুই দেশীয় কোভিড ভ্যাকসিনের, উচ্ছাস বিশেষজ্ঞ মহলে

Big Breaking,কোভাকসিনের পর এবার অনুমোদন আরও দুই দেশীয় কোভিড ভ্যাকসিনের, উচ্ছাস বিশেষজ্ঞ মহলে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – হায়দ্রাবাদের ভারত বায়োটেক নির্মিত কোভ্যাকসিনের পর এবার ছাড়পত্র পেল দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও দুটি করোনার ভ্যাকসিন। অর্থাৎ এখন থেকে দেশীয় উপায়ে তৈরি করোনার ভ্যাকসিনের সংখ্যা একটির পরিবর্তে হলো তিনটি। ওমিক্রন আতঙ্কের মাঝে যা এক বিরাট স্বস্তির খবর।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে করোনার এই দুটি ভ্যাকসিন ও একটি এন্টিভাইরাল ড্রাগকে অনুমোদন দেওয়া হল। আজ করোনার ভ্যাকসিন করবিভক্সকে অনুমোদন দেয়া হয়েছে। এটি হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি আরডিবি প্রোটিন জাতীয় ভ্যাকসিন। করবিভক্স এর প্রস্তুতকারক সংস্থা হল হায়দ্রাবাদের বায়োলজিক্যাল ই নামের সংস্থা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার করোনার অপর এক ভ্যাকসিন কভোভক্সকে অনুমোদন দেওয়া হলো। এটি নোভাভক্স এর ন্যানো পার্টিকল ভ্যাকসিন। এটি এখন থেকে তৈরি করবে পুনের সেরাম ইনস্টিটিউট। এ ছাড়া একটি এন্টিভাইরাল ড্রাগকেও ছাড়পত্র দেয়া হয়েছে। যার নাম হল মলনুপিরাভির। জানা যাচ্ছে দেশের ১৩ টি ঔষধ কোম্পানি এই ওষুধটি এখন থেকে তৈরি করতে পারবে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডব্য জানালেন, দেশের ফার্মা ইন্ডাস্ট্রি সারা বিশ্বের মধ্যে সেরা। দেশের এটি একটি বড় সম্পদ। দেশের ফার্মা ইন্ডাস্ট্রির প্রশংসা করেছেন তিনি। প্রসঙ্গত, করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের আতঙ্কে যখন আতঙ্কিত সারাদেশে, এই অবস্থায় একদিনে করোনার দুই ভ্যাকসিনের স্বীকৃতি দেশের মানুষের কাছে একটি বড় প্রাপ্তি বলে অভিমত বিশেষজ্ঞ মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!