এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > BIG BREAKING, দিল্লি তলবের পর আজ ইডিকে পাল্টা চিঠি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের

BIG BREAKING, দিল্লি তলবের পর আজ ইডিকে পাল্টা চিঠি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কয়লা কেলেঙ্কারির তদন্তে তলব করা হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। আজকের দিনেই দিল্লিতে যাবার কথা ছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। এই পরিস্থিতিতে দিল্লিতে ইডির দপ্তরে চিঠি লিখলেন তিনি। চিঠিতে জানালেন, এই মুহূর্তে তিনি দিল্লি যেতে পারছেন না।

ইডির কাছে চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, করোনা পরিস্থিতির মধ্যে এখন তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। এজন্য কলকাতায়ই তাঁকে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন যে, তিনি হলেন দুই সন্তানের মা। করোনা সংক্রমণের মধ্যে দিল্লি যাওয়া তিনি ও তাঁর সন্তানদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ কারণে যদি তাঁকে দিল্লির পরিবর্তে কলকাতায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তবে তাঁর পক্ষে সুবিধা হয়। তিনি জানিয়েছেন, ইডির দপ্তর কলকাতাতে রয়েছে। তিনিও কলকাতায় থাকেন। আর যতদূর তিনি বোঝেন, তাতে এই মামলা কলকাতাতেই গঠন করা হয়েছে। এ জন্য কলকাতায় যাতে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার আবেদন জানিয়েছেন তিনি।

তবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত ইডির কাছে কোন চিঠি পাঠাতে দেখা যায়নি। কয়লা কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দোপাধ্যায়কে তলব নিয়ে তীব্র শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। বিজেপির বিরুদ্ধে বারবার প্রতিহিংসার অভিযোগ এনেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তবে, তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!