এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking দিল্লিতে অমিত শাহের জরুরি তলব শুভেন্দুকে! হাইভোল্টেজ বৈঠক ঘিরে জল্পনা!

Big Breaking দিল্লিতে অমিত শাহের জরুরি তলব শুভেন্দুকে! হাইভোল্টেজ বৈঠক ঘিরে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ছিলেন তিনি। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস সমস্যার সম্মুখীন হয়েছিল, সেখানে মুশকিল-আসান হয়ে উঠেছিলেন শুভেন্দু অধিকারী। সেদিক থেকে সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর ভারতীয় জনতা পার্টি অনেকটাই উজ্জীবিত। তৃণমূলের ঘর ভাঙতে শুভেন্দু অধিকারীকে যে অত্যন্ত প্রয়োজন বিজেপির, তা রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের কথাতেই স্পষ্ট।

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর হাওড়া থেকে শুরু করে হুগলি জেলায় তৃণমূলের অনেক হেভিওয়েট ভারতীয় জনতা পার্টিতে নাম লেখাতে শুরু করেছেন। আগামী দিনে শুভেন্দু অধিকারী রাজ্যে তৃণমূলের ঘরে ভাঙ্গনের হুঁশিয়ারি দিয়েছেন। আর এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে এবার সেই শুভেন্দু অধিকারীকে বাড়তি গুরুত্ব দিয়ে তড়িঘড়ি তাকে দিল্লিতে ডেকে পাঠালেন বিজেপির সর্বভারতীয় চাণক্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

স্বাভাবিক ভাবেই বিজেপির শীর্ষনেতা বাংলার শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডেকে পাঠানোয় এখন রীতিমত জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন অমিত শাহ। যেখানে উপস্থিত থাকার কথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, পশ্চিমবঙ্গের বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং সর্বভারতীয় বিজেপি সহ-সভাপতি মুকুল রায়ের‌।

তবে এর পাশাপাশি সেই গুরুত্বপূর্ণ বৈঠক ডেকে পাঠানো হয়েছে কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে। যার ফলে একাংশ বলেছেন শুভেন্দু অধিকারী যে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তা তাকে এই গোপন বৈঠকে ডেকে পাঠানোতেই কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করতে যে শুভেন্দু অধিকারীর ওপর অনেকটাই নির্ভরশীল, তা তাকে এভাবে বাড়তি গুরুত্ব দেওয়াতেই প্রমাণিত বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু আসন্ন নির্বাচন নিয়ে শীর্ষস্তর থেকে শুভেন্দু অধিকারীকে এই বৈঠকে ডাকা হলেও একটি সভার কারণে তিনি সেই বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না। জানা গেছে, দক্ষিণ 24 পরগনায় তার সভা রয়েছে। তাই তিনি সেই বৈঠকে থাকতে পারবেন না। তবে শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুসারে সন্ধ্যার পর দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। যেখানে আলাদাভাবে অমিত শাহের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। বিশ্লেষকদের দাবি নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, এখন সকলের পাখির চোখ পশ্চিমবঙ্গ।

শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর তৃণমূলের অন্দরমহলের বিদ্রোহ আরও বেড়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট সম্প্রতি যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, আগামী দিনে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা জেলায় তিনি তৃণমূলের ভাঙন ধরাবেন। আর এই পরিস্থিতিতে দক্ষ সংগঠক হিসেবে পরিচিত সেই শুভেন্দু অধিকারীকে বাড়তি গুরুত্ব দিয়ে হাইভোল্টেজ বৈঠকে ডেকে পাঠাল দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। সব মিলিয়ে রাজ্যের সমস্ত রাজনৈতিক কর্মসূচি সেরে আজই দিল্লিতে পাড়ি দিচ্ছেন শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!